MS Dhoni: ধোনি-হীন হবে পঁচিশের আইপিএল? মাহির ইঙ্গিত, আমি তো…

Oct 26, 2024 | 3:12 PM

IPL, CSK: আইপিএলের রিটেনশনের আবহে বেশ কয়েকটি প্রশ্ন চারিদিকে ঘুরছে মাহিকে নিয়ে। তার মধ্যে অন্যতম হল, আগামী বছরের আইপিএলে কি খেলবেন ধোনি? এ ছাড়াও আর একটি প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসে। তা হল, তাঁকে কি রিটেন করবে সিএসকে?

MS Dhoni: ধোনি-হীন হবে পঁচিশের আইপিএল? মাহির ইঙ্গিত, আমি তো...
MS Dhoni: ধোনি-হীন হবে পঁচিশের আইপিএল? মাহির ইঙ্গিত, আমি তো...
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: আইপিএলের রিটেনশন নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট মহল। এই পরিস্থিতিতে একাধিকবার উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম। বেশ কয়েকটি প্রশ্ন চারিদিকে ঘুরছে মাহিকে নিয়ে। তার মধ্যে অন্যতম হল, আগামী বছরের আইপিএলে কি খেলবেন ধোনি? এ ছাড়াও আর একটি প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসে। তা হল, তাঁকে কি রিটেন করবে সিএসকে? আইপিএলের মেগা নিলামের (IPL 2025 Mega Auction) আগে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। এই আবহে দাঁড়িয়ে ধোনির অনুরাগীদের জন্য সুখবর। যা দিয়েছেন স্বয়ং মাহি।

পঁচিশের আইপিএল কি হবে মাহি-হীন? এমন সম্ভবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন ধোনি। এক ইভেন্টে দিয়ে ধোনি আরও কয়েকটা বছর ক্রিকেট খেলার ইচ্ছের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘যে কয়েকটা বছর আর ক্রিকেট খেলতে পারব, আমি তো সেই সময়টা উপভোগ করতে চাই।’ তাঁর এই বক্তব্যের পর সিএসকে ও মাহি ভক্তরা খুশি হয়ে গিয়েছেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনিকে শুধু আইপিএলেই খেলতে দেখা যায়। এই পরিস্থিতিতে মাহির মুখে আরও কয়েকটা বছর ক্রিকেট খেলতে চাওয়ার কথা, নিঃসন্দেহে তাঁর ভক্তদের জন্য বিরাট খবর।

একবার পেশাদার ক্রিকেট খেলতে শুরু করলে খেলাটা উপভোগ করার বিষয়টা কমে যায়। এমনটাই মনে করেন ধোনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ছেলেবেলায় বিকেল ৪টে অবধি খেলতাম। খেলাটা উপভোগ করতাম। কিন্তু যখন পেশাদার ক্রিকেটের জগতে প্রবেশ করে কেউ, সেই সময় ক্রিকেটটা উপভোগ করা কঠিন হয়ে ওঠে। মনে হয় এটা একটা ম্যাচ। আর সেখানে আমি এটা করতে চাই।’

২০০৮ সাল থেকে ১৭তম আইপিএল অবধি মোট ২৬৪টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। করেছেন মোট ৫২৪৩ রান। সিএসকেকে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছেন। গত আইপিএলের আগে তিনি সিএসকের নেতৃত্বের ব্যাটন তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে।

Next Article