
কলকাতা: আইপিএলে (IPL) টানা ১৮ বছর ধরে খেলছেন এমন খেলোয়াড় হাতে গোনা। তাঁদের মধ্যে অন্যতম হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চলতি মরসুমে তাঁর বা দলের কারওরই পারফরম্যান্স বিশেষ ভালো নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগে। আইপিএল থেকে কবে অবসর নেবেন ধোনি, সেই জল্পনা তুঙ্গে। তাঁর এ বারের পারফরম্যান্স সেই চর্চাকে আর একটু উস্কে দিয়েছে। এ বার ধোনির অবসর নিয়ে মুখ খুললেন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। কী বললেন অজি তারকা?
ধোনি এমন একজন খেলোয়াড় যাঁর পারফরম্যান্সের সঙ্গে ভক্তদের উন্মাদনার কোনও সম্পর্কই নেই। ব্যাটে রান পান আর নাই পান, মাঠে থালার জন্য ফ্যানদের পালগামি দেখা যায়। তার কারণও যথেষ্ট। ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছেন তা কখনওই হিসেব কষে বোঝানো যাবে না। ওডিআই বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টিতেও বিশ্বকাপ থেকে আইপিএলে পাহাড়প্রমাণ রেকর্ড। তবে চলতি মরসুমটা একেবারেই ভালো যায়নি চেন্নাইয়ের। তারপর থেকেই ধোনির অবসর নিয়ে কথা বলছেন অনেকে। প্রাক্তন ক্রিকেটারদের বক্তব্য, ধোনির এ বার অবসর নিয়ে নেওয়ার সময় এসেছে। তেমনই বলতে শোনা গেল অজি তারকার মুখ থেকেও। অবশ্য তিনি বলেছেন যে, ধোনি জানেন যে, ওঁর কী করা উচিত। তবে ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই ধোনির।
পঞ্জাব-চেন্নাই ম্যাচের আগে গিলক্রিস্ট বলেছেন, ‘কারও কাছে ধোনিকে আর নতুন করে কিছু প্রমাণ করতে হবে না। ও খুব ভালো করে জানে, ভবিষ্যতের জন্য কী করতে হবে। সেদিক থেকে ভাবলে আগামী মরসুমে ধোনি আইপিএল নাও খেলতে পারে। আমি এমএসকে ভালোবাসি। ও চ্যাম্পিয়ন তো বটেই, ক্রিকেট আইকনও।’
আইপিএল শুরুর আগে নিজের অবসর নিয়ে ধোনি বলেছিলেন, ‘আমি শুধু ক্রিকেট খেলার মজাটা উপভোগ করতে চাইছি। স্কুলে পড়ার সময় যে আনন্দ পেতাম, সেটা নতুন করে অনুভব করতে চাই। ওই সময় যতটা নিষ্পাপ ভাবে খেলতে চাইতাম, সেটাই এখন চাই। যতদিন খেলতে পারব, ওই আনন্দটা নিয়েই খেলতে চাই।’