IPL 2022: লখনউয়ের কাছে চেন্নাই হারলেও জোড়া রেকর্ড মাহির ঝুলিতে, জানেন কী কী?
MS Dhoni: এ বারের নতুন দল লখনউয়ের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে হারলেও রেকর্ড গড়েছেন সিএসকের সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
মুম্বই: সপ্তাহখানেক হল দারুণ উত্তেজনা নিয়েই চলছে এ বারের ১০ দলের আইপিএল (IPL 2022)। তবে নতুন নেতা রবীন্দ্র জাডেজার অধীনে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কপালে এখনও জয় জোটেনি। ইতিমধ্যেই ২টো ম্যাচে হেরেছেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)। প্রথম ও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেকেআরের (KKR) কাছে প্রথমে হেরেছিল সিএসকে (CSK)। আর দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে ৬ উইকেটে হারতে হয়েছে ইয়েলোব্রিগেডকে। তবে এ বারের নতুন দল লখনউয়ের বিরুদ্ধে হারলেও রেকর্ড গড়েছেন সিএসকের সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
Thala Takkar Doi! ??#LSGvCSK #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/avaufg9YJb
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
বৃহস্পতিবারের ম্যাচে শিবম দুবে ৪৯ রান করে যখন প্যাভিলিয়নে ফেরেন, ১৯তম ওভারে ব্যাটিংয়ে নামেন মাহি। বল ছিল সুপার জায়ান্টসের পেসার আবেশ খানের হাতে। মাহি তাঁর ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান। উল্লেখ্য, এই প্রথম বার ধোনি তাঁর ইনিংসের প্রথম বলেই ছয় মারলেন। এবং এই ছয়ের পরই ধোনি ছুয়ে ফেললেন প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। আইপিএলের ইতিহাসে ১৯তম ওভারে সব থেকে বেশি ছয় মারার রেকর্ডটি এতদিন ছিল এবি ডি ভিলিয়ার্সের (AB de Villiers) দখলে। গতবছর সবধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবিডি। ফলে এই মরসুমে প্রোটিয়া তারকার রেকর্ড ভেঙ্গে দেওয়ার সুযোগ রয়েছে ধোনির সামনে।
A first ball six from Dhoni is enough to make your day. Mahendra Singh Dhoni is turning the clock back in this year's IPL. Mahi Mar Raha Hai !??#mahi #Dhoni #IPL2022#IPL #CSKvLSG pic.twitter.com/pjit1T3OI4
— Mohit Pandey (@MohitPa64973338) March 31, 2022
১৯তম ওভারে সব থেকে বেশি ছয় মারার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন যে ক্রিকেটাররা —
১) ৩৬ – মহেন্দ্র সিং ধোনি
২) ৩৬ – এবি ডি ভিলিয়ার্স
৩) ২৬ – আন্দ্রে রাসেল
৪) ২৪ – কায়রন পোলার্ড
৫) ২৪ – হার্দিক পান্ডিয়া
পাশাপাশি ধোনি লখনউয়ের বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে চার মেরে ৭০০০ টি-টোয়েন্টি রানের মাইলস্টোনে পৌঁছেছেন। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে এই কীর্তি গড়েছেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। মাহির আগে ৭০০০ টি-টোয়েন্টি রান করার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও রবীন উথাপ্পা।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় প্লেয়াদের তালিকা দেখুন —
১) বিরাট কোহলি – ১০,৩২৬ রান
২) রোহিত শর্মা – ৯,৯৩৬ রান
৩) সুরেশ রায়না – ৮৬৫৪ রান
৪)শিখর ধাওয়ান – ৮,৮১৮ রান
৫) রবীন উথাপ্পা – ৭,১২০ রান
৬) মহেন্দ্র সিং ধোনি – ৭০০১ রান
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা, দেখুন ছবি
আরও পড়ুন: IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কোন ক্রিকেটাররা, দেখে নিন তাঁদের ছবি