AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ৬x৩, ৪x৪; ‘মাহি মার রাহা হ্যায়’ মুহূর্তে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা

DC vs CSK, IPL 2024: বিশাখাপত্তনমে সিএসকের ফ্যানেরা একদিকে খুশি হলেন। আর একদিকে কষ্টও পেয়েছেন। খুশি যে কারণে হয়েছেন তা হল, ৩০৭ দিন পর মাহির ব্যাটিং ধামাকা দেখা গিয়েছে। আর কষ্টের হল ধোনির ভিন্টেজ ইনিংসের পরও সিএসকে জিততে পারল না।

MS Dhoni: ৬x৩, ৪x৪; 'মাহি মার রাহা হ্যায়' মুহূর্তে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা
MS Dhoni: ৬x৩, ৪x৪; 'মাহি মার রাহা হ্যায়' মুহূর্তে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা
| Updated on: Apr 01, 2024 | 12:35 AM
Share

কলকাতা: অবশেষে রবি-রাতে এল সেই মাহেন্দ্রক্ষণ। ভাইজ্যাগে ব্যাট হাতে চার-ছয়ের ফুলঝুরি ফোটালেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এর আগে চলতি আইপিএলে (IPL) সিএসকের (CSK) ২টো ম্যাচে ধোনিকে উইকেটকিপিং করতে দেখা গিয়েছিল। কিন্তু তাঁর ব্যাটিং উপভোগ করা থেকে বঞ্চিত ছিলেন মাহির অনুরাগীরা। বিশাখাপত্তনমে সিএসকের ফ্যানেরা একদিকে খুশি হলেন। আর একদিকে কষ্টও পেয়েছেন। খুশি যে কারণে হয়েছেন তা হল, ৩০৭ দিন পর মাহির ব্যাটিং ধামাকা দেখা গিয়েছে। আর কষ্টের হল ধোনির ভিন্টেজ ইনিংসের পরও সিএসকে জিততে পারল না।

মাহি মার রাহা হ্যায়… এই মুহূর্ত নতুন করে ক্রিকেটপ্রেমীদের মনে এবং সিএসকে ও ধোনি ভক্তদের মনে গাঁথা রইল। ১৬.২ ওভারে প্রবেশ। এরপর! ধোনির খেলা প্রতিটি ডেলিভারির খতিয়ান- ৪, ১, ৪, ১, ৬, ০, ০, ০, ০, ১, ৪, ৬, ০, ৪, ০, ৬। ভাবা যায় মাত্র ১৬টা বলের মুখোমুখি হয়ে কী তাণ্ডবটাই না দেখালেন মাহি। যার মধ্যে ধোনির ব্যাটে এসেছে ৩টে ছয়, আর চারটে ৪।

শেষ ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ রান। যা একপ্রকার অসম্ভব ছিল। কিন্তু ধোনি যখন ক্রিজে, তা হলে তো অনেক অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। যে কারণে শেষ ওভারের আগেও সিএসকের অনুরাগীরা আশায় বুক বেঁধেছিলেন। ২০তম ওভারে ঋষভ পন্থ বল করতে পাঠান অনরিখ নর্টজেকে। প্রথম বলেই চার মারেন। আসল চমক ছিল তার পরের বলে। কারণ পরের বলটায় ধোনি মারেন ছয়। এই ছয়ের ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল। আর তা হবে না-ই বা কেন? মিড উইকেটের ওপর দিয়ে যে এক হাতে ছয় মেরেছিলেন মাহি। তাঁর পাঠানো বল গ্যালারিতে দর্শকদের মাঝে গিয়ে আছড়ে পড়ে।

ধোনি ধামাকার পরও শেষ ওভারে ওঠে ২০ রান। যার ফলে ২০ রানে ম্যাচ জিতে নেয় পন্থের দিল্লি। এটি দিল্লি ক্যাপিটালসের মরসুমের প্রথম জয়। আর অন্যদিকে এটি সিএসকের মরসুমের প্রথম হার।