MS Dhoni: CSK-র হাফডজন হার আটকানোর দিন ধোনির ডাবল সেঞ্চুরি!
CSK, IPL 2025: টানা ৫ ম্যাচ হারার পর লখনউয়ের মাঠে অবশেষে জয়ে ফিরেছে চেন্নাই। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ডাবল সেঞ্চুরির এক নজির গড়েছেন।

বাইশ গজে নামলেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বরাবর অনবদ্য। তা আরও একবার প্রমাণিত হল। ১৮তম আইপিএলে (IPL) টানা ৫ ম্যাচ হারার পর লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ঘরের মাঠে অবশেষে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর সিএসকের হাফডজন ম্যাচে হার আটকানোর দিন এক ডাবল সেঞ্চুরির নজির গড়েছেন ধোনি। ঠিক কোন নিরিখে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ক্যাপ্টেন কুল?
আসলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একানা স্টেডিয়ামে ২০০ ডিসমিসলের নজির গড়েছেন। যার মধ্যে ১৫৪টি ক্যাচ নিয়েছেন। সেখানে ১৫০টি ক্যাচ উইকেটকিপার হিসেবে আর ৪টি ক্যাচ ফিল্ডার হিসেবে। এবং ৪৬ বার স্টাম্পিং করে ব্যাটারদের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। আইপিএলের গত ১৭ বছরের ইতিহাসে ধোনিই প্রথম ক্রিকেটার, যিনি এই রেকর্ড গড়লেন।
Muskuraiye…💛#MSDhoni is at the crease & it’s GAME ON in Lucknow! 🔥
Watch the LIVE action ➡ https://t.co/s4GGBvRcda#IPLonJioStar 👉 #LSGvCSK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/IWsl7vmlRo
— Star Sports (@StarSportsIndia) April 14, 2025
লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার আয়ুষ বাদোনিকে আউট করেন রবীন্দ্র জাডেজা। জাড্ডুর সেই ডেলিভারিতে স্টাম্পিং করে এই মাইলফলক স্পর্শ করেছেন মাহি। ডিসমিসলের দিক দিয়ে ধোনির সবচেয়ে কাছে রয়েছেন দীনেশ কার্তিক (১৮২ বার ডিসমিসল)। এর পরেই রয়েছেন ১২৬ ডিসমিসল করা এবি ডি ভিলিয়ার্স। ১১৮ ডিসমিসল করার ফলে ঋদ্ধিমান সাহা রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে।
Safe as a house 🏡
MS Dhoni completes his 2⃣0⃣0⃣th #TATAIPL dismissal 🫡
He becomes the first player to achieve this feat 👏#LSGvCSK | @msdhoni pic.twitter.com/jNpU0uH5cR
— IndianPremierLeague (@IPL) April 14, 2025





