
কলকাতা: ছাড়ব নাকি এখনও নয়… এই করেই যেন এগিয়ে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বয়স মাহির ৪৩। এই বয়সেও নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে। ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনিকেই ফের সিএসকের ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়। এমনিতে তিনি ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামছিলেন চলতি আইপিএলে। তার উপর চেন্নাই এ বার ভালো পারফর্ম করতে পারছে না। এই পরিস্থিতিতে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রবি-রাতে হেরেছে ইয়েলোব্রিগেড। এই ম্যাচ হারার পর পরের বছরের আইপিএল নিয়ে ইঙ্গিত দিয়েছেন ধোনি। কী বলেছেন ক্যাপ্টেন কুল?
১০ দলের আইপিএলে সিএসকে সবচেয়ে নীচে রয়েছে। ৮ ম্যাচ খেলে জয় মাত্র ২টিতে। হার ৬টিতে। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের প্লে অফে ওঠার সম্ভবনা অনেকটাই ক্ষীণ। এই পরিস্থিতিতে ধোনির মুখে পরবর্তী মরসুমের কৌশলের কথা। ধোনি বলেন, ‘আমি মনে করি যে, আমাদের বুঝতে হবে যে আমরা ভালো ক্রিকেট খেলে সফল হয়েছি। একইসঙ্গে যদি দেখা যায় ভালো ক্রিকেট খেলতে পারিনি, তা হলে আবেগপ্রবণ হওয়াটাও ঠিক নয়। আমার মনে হয় ২০২০ সালটা আমাদের জন্য ভালো কাটেনি। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে সঠিক ক্রিকেট খেলছি কিনা, নিজেদের ঠিক জায়গায় প্রয়োগ করতে পারছি কিনা।’
এরপরই মাহি বলেন, ‘আমাদের সামনে যতগুলো ম্যাচ আছে জিততে হবে। তবে আমরা একটা একটা ম্যাচ ধরে এগোব। যদি আমরা কয়েকটা ম্যাচ হেরে যাই, তা হলে প্লে অফে ওঠা হবে না। সেক্ষেত্রে আমাদের পরবর্তী মরসুমের কৌশল নিয়ে ভাবতে হবে।’ ধোনি এ কথা বলার পর অনেকেই বলাবলি করছেন যে, তা হলে তিনি হয়তো আগামী আইপিএলে খেলবেন। এই খবর আবার মাহির অনুরাগীদের কাছে বেশ খুশিরই।