Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni-Deepak Chahar: ভিডিয়ো: মাহিকে স্লেজিং, ম্যাচ শেষে দীপককে ব্যাট দিয়ে ‘মার’ ধোনির!

Watch Video: নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে রবিবার আইপিএলে সিএসকে ও মুম্বই ম্যাচের বেশ কিছু ভিডিয়ো ক্লিপিংস। তারই একটিতে দেখা যায় ব্যাট দিয়ে দীপককে মারতে উদ্যত হয়েছেন ধোনি।

MS Dhoni-Deepak Chahar: ভিডিয়ো: মাহিকে স্লেজিং, ম্যাচ শেষে দীপককে ব্যাট দিয়ে 'মার' ধোনির!
ভিডিয়ো: মাহিকে স্লেজিং, ম্যাচ শেষে দীপককে ব্যাট দিয়ে 'মার' ধোনির!Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 24, 2025 | 12:12 PM

কলকাতা: আইপিএলে সিএসকের ম্যাচে মাহির ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমীরা। চিপকে জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে ইয়েলোব্রিগেড। রাচিন রবীন্দ্র ও ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ভর করে ম্যাচ বের করে নিয়েছিল সিএসকে। এই ম্যাচের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারই একটিতে দেখা গিয়েছে, মুম্বইয়ের ক্রিকেটার দীপক চাহারকে (Deepak Chahar) ব্যাট দিয়ে মারতে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তারপর কী হয়েছে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এল ক্লাসিকো ঘিরে সকলের উত্তেজনা ছিল তুঙ্গে। এই ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন ধোনি। খেলেন ২টো বলও। কিন্তু রানের খাতা খোলার আগেই ম্যাচ জিতে যায় চেন্নাই সুপার কিংস। এতদিন হলুদ ব্রিগেড ছিল দীপকের ঠিকানা। এই মরসুমে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। এমআই জার্সিতে ডেবিউ ম্যাচে ২ ওভার বল করে ১৮ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন দীপক। ধোনি যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, সেই সময় দীপক তাঁকে স্লেজিং করতে গিয়েছিলেন। তাতে ব্যর্থ হন। আর পাল্টা ম্যাচ শেষে ধোনির ব্যাটে মারও খান।

সোশ্যাল মিডিয়ায় ধোনি ও দীপকের বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যার একটিতে দেখা গিয়েছে, ধোনি যখন ব্যাট করতে মাঠে ঢুকেছেন, তাঁর আশেপাশে ঘোরাফেরা করছেন দীপক চাহার। মাহিকে খানিক বিরক্ত করার চেষ্টাই করছিলেন দীপক। সফল হননি।

ম্যাচের শেষে যখন দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছিলেন, সেই সময় ধোনির সামনে দীপক আসতেই তিনি ব্যাট নিয়ে তাঁর দিকে তেড়ে যান। দীপক চেষ্টা করেছিলেন ধোনির নাগালের বাইরে যাওয়ার। পারেননি। মাহি তাঁকে ব্যাট দিয়ে হালকা করে মারেন। পুরোটাই মজার ছলে। তিনি অতীতেও দীপকের সঙ্গে খুব খুনসুটি করতেন। টিম বদলে গেলেও দীপকের সঙ্গে মাহির বন্ডিং তো আর বদলে যায়নি।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।