MS Dhoni: ফুটবলে মজে মহেন্দ্র সিং ধোনি, সঙ্গী কাছের মানুষেরা

IPL 2025: প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অপেক্ষায় রয়েছেন বোর্ডের ঘোষণার জন্য়। এরপরই চূড়ান্ত পরিকল্পনা গড়তে পারবে তারা। মহেন্দ্র সিং ধোনি এখন ছুটির মেজাজে। পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। ফুটবলে মজে মাহি। সঙ্গী তাঁর কাছের বন্ধুরা।

MS Dhoni: ফুটবলে মজে মহেন্দ্র সিং ধোনি, সঙ্গী কাছের মানুষেরা
Image Credit source: INSTAGRAM

Sep 16, 2024 | 6:16 PM

আন্তর্জাতিক ক্রিকেটকে বহু আগেই বিদায় জানিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমে মহেন্দ্র সিং ধোনিকে কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়েও জল্পনা। আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে রিটেন পলিসি খোলসা না করলে বোঝা দায়। পরের আইপিএলে মেগা অকশন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অপেক্ষায় রয়েছেন বোর্ডের ঘোষণার জন্য়। এরপরই চূড়ান্ত পরিকল্পনা গড়তে পারবে তারা। মহেন্দ্র সিং ধোনি এখন ছুটির মেজাজে। পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। ফুটবলে মজে মাহি। সঙ্গী তাঁর কাছের বন্ধুরা।

গত কয়েক মরসুম থেকেই আইপিএলের আগে জল্পনা চলে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। গত মরসুমেও এমন জল্পনা উঠেছিল। টুর্নামেন্ট শুরুর আগের দিন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়কে। জল্পনা আরও বাড়তে থাকে। মহেন্দ্র সিং ধোনি অবশ্য পুরো মরসুমেই খেলেছেন। লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ঝড় তুলেছেন মাহি। চেন্নাই সুপার কিংস সমর্থকরা প্রত্যাশায় রয়েছেন, আগামী মরসুমেও মহেন্দ্র সিং ধোনিকে একই রূপে দেখার। আইপিএলের এখনও অনেকটা সময় বাকি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতেও সময় লাগবে।

মহেন্দ্র সিং ধোনির কাছের বন্ধুদের মধ্যে একজন হিতেশ সাংভি। ইনস্টাগ্রামে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সেখান থেকেই তথ্য উঠেছে। মার্কিন মুলুকে ছুটির মেজাজে মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, সেখানে ফুটবল ম্যাচও দেখতে গিয়েছেন। সেই ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। মহেন্দ্র সিং ধোনি এবং ফুটবল প্রেম নতুন নয়। ছেলেবেলায় ফুটবলই খেলতেন। ক্রিকেটে কেরিয়ার গড়লেও সুযোগ পেলেই ফুটবলে নেমে পড়েন। শুধু তাই নয় ইন্ডিয়ান সুপার লিগে চেন্নায়িন এফসির অন্যতম কর্ণধারও মাহি।