
কলকাতা: ওয়াংখেড়েতে রবি-রাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বদলার ম্যাচে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে যখন এই ২টো দল মুখোমুখি হয়, দুটো টিমের সমর্থকরা মুখিয়ে থাকে। এই ম্যাচ এল ক্লাসিকো নামেও বিখ্যাত। চলতি আইপিএলে (IPL) ফিরতি লেগে মুম্বই ও চেন্নাই মুখোমুখি হওয়ার আগে নেটদুনিয়ায় ভাইরাল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও দীপক চাহারের (Deepak Chahar) এক ভিডিয়ো। যেখানে দেখা যায় প্রাক্তন সতীর্থকে ব্যাট হাতে তাড়া করছেন মহেন্দ্র সিং ধোনি। তারপর কী হয়েছে?
রবিবারের মেগা ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় নেটে ব্যাটিং করার ফাঁকে দীপক চাহারকে দেখে এগিয়ে আসেন ধোনি। কয়েক সেকেন্ডের মধ্যে একটি ব্যাটও হাতে তুলে নেন ধোনি। তারপর তা নিয়ে তেড়ে যান দীপকের দিকে। সঙ্গে সঙ্গে দীপককে হালকা হসতে হাসতে বলতে শোনা যায়, ‘আরে ভাইয়া বাস করো (আরে ভাই থামো)।’ এরপর ধোনিকে গ্যালারির নানা প্রান্তের দিকে হাত দিয়ে দীপক কিছু বলতে থাকেন। যে কথা ভিডিয়োতে পরিষ্কার শোনা যায়নি।
Making merry with Namma Cherry! 💛✨#MIvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/Ooevfs9Img
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2025
দীপক ও ধোনির এই খুনসুটির সম্পর্ক অনেকের জানা। তাঁদের একসঙ্গে অতীতে বহুবার এ ভাবে খুনসুটি করতে দেখা গিয়েছে। সেই ছবি, ভিডিয়োও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। এ বার এই ভিডিয়োটি দেখে দুই ক্রিকেটারের অনুরাগীরা মুগ্ধ। ওই ভিডিয়োর কমেন্ট সেকশনে কেউ লিখেছেন, ‘তাঁদের বন্ড একই রয়েছে।’ আবার কেউ লিখেছেন, ‘ভাইদের বন্ড।’
Their bond remains the same 😍 💛
— DivyaRani 👸 (@Divya_offl1) April 19, 2025
Bond 👌🏻👌🏻 😍😍 Brothers 💛💛💙💙
— 💥பாண்டியநாட்டுக்காரன் 💥 (@lsmlpoosai) April 19, 2025