
কলকাতা: সময়টা সত্যিই খারাপ যাচ্ছে চেন্নাই সুপার কিংসের। হারের হ্যাটট্রিক হয়েছিল আগেই। টানা চারবারের হারের ধাক্কাও সামলাতে হয়েছে। এ বার টানা পাঁচ ম্য়াচে হার। এর মধ্যে চেন্নাই দুর্গেও হারের হ্যাটট্রিক। মহেন্দ্র সিং ধোনির মতো মেন্টর, ক্যাপ্টেন থাকা সত্ত্বেও সিএসকের এই হাল কেন? শুক্রবার কেকেআরের কাছে হারের পর একাধিক প্রশ্ন উঠে গিয়েছে চেন্নাইকে নিয়ে। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রান তুলেছে হলুদ আর্মি। এ বারের টিম গোছানো নিয়ে শুরু থেকে কথা উঠছিল। যাঁদের নেওয়া হয়েছে মেগা নিলাম থেকে, তাঁরা কেউই কার্যকর হতে পারেননি। কী বলছেন ধোনি?
ঋতুরাজ ছিটকে যাওয়ায় চেন্নাইয়ের হাল ধরেছেন ক্যাপ্টেন কুল। কিন্তু প্রত্যাবর্তনটা চূড়ান্ত হতাশার। ম্যাচ হারের পর ধোনি স্বীকার করে নিয়েছেন, টিম একেবারেই খেলতে পারেনি। মাহি বলেছেন, “বেশ কয়েক ম্যাচ আমাদের পক্ষে যায়নি। কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। সেটা আমরা নিতে পারিনি। তবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। স্কোর বোর্ডে যথেষ্ট রান ছিল না। সেটাই হারের মূল কারণ।”
দলের সমস্যাগুলোকে চিহ্নিত করে ফেলেছেন ধোনি। তাঁর কথায়, “এই মাঠে দ্বিতীয় ইনিংসে বল একটু থমকে আসে। তবে আজকের ম্যাচে প্রথম থেকেই বল থমকে আসছিল। এবং পর পর উইকেট পড়তে থাকলে চাপ বাড়তে থাকে। সেখানে যদি ভালো স্পিনার থাকে তাহলে তো আরও বেশি চাপ তৈরি হয়। ব্যাটিংয়ের সময় একটাও ভালো পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি আমরা।” বিষয়টি এখানেই শেষ হয়নি। এটি মরসুমের দ্বিতীয় সবচেয়ে খারাপ পাওয়ার-প্লে ছিল সিএসকের। যেখানে সিএসকে মাত্র ৩১/২ রান করেছে। বিষয়টি নিয়ে ধোনি বলেছেন, “টপ অর্ডারকে আরও ধৈর্য ধরতে হবে।”