MS Dhoni : ‘আই লাভ ইউ মাহি’, ধোনিকে রক্তে লেখা ‘প্রেমপত্র’ অনুরাগীর!

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এক অনুরাগীর আবেগ মাত্রা ছাড়িয়ে গেল। রক্ত দিয়ে মাহিকে লিখে ফেললেন চিঠি!

MS Dhoni : 'আই লাভ ইউ মাহি', ধোনিকে রক্তে লেখা 'প্রেমপত্র' অনুরাগীর!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 7:12 PM

কলকাতা : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েকবছর আগে। ক্রিকেট বলতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জীবনে এখন শুধুই আইপিএল। সারা বছরে মাস দু’য়েকের জন্য মাঠে দেখা যায় তাঁকে। বছরের বেশিরভাগ সময়টা অন্তরালে কাটাতেই পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় ছবি, রিলস পোস্ট বা ইনস্টা লাইভের বালাই নেই। তা সত্ত্বেও জনপ্রিয়তায় তাবড় তাবড় ক্রিকেটারদের দশ গোল দিতে পারেন মাহি। ২০২৩ আইপিএলে ধোনিকে নিয়ে উন্মাদনা আরও একবার প্রত্যক্ষ করেছে ক্রিকেট বিশ্ব। ফ্যানরা এক শহর থেকে অন্য শহরে গিয়েছেন শুধুমাত্র ধোনির এক ঝলক পাওয়া জন্য। এত দূর পর্যন্ত ঠিকই ছিল। তা বলে রক্ত দিয়ে চিঠি লিখবেন? এমনই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসেছেন মাহির এক জাবরা ফ্যান। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিজের রক্তে প্রেমপত্র লেখা মানুষটির নাম বিজয় কুমার। রাজস্থানের ভিলওয়ারার বাসিন্দা তিনি। উঠতে বসতে ধোনির স্বপ্ন দেখেন বিজয়। আগামী ৭ জুলাই ৪২ বছরে পা দেবেন ধোনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিন উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন বিজয়। প্রতিযোগিতার নাম ‘হ্যাপি বার্থডে ওয়ার্ল্ড কাপ’। ভিলওয়াড়ার ৫ টি স্থানের ১২টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। জয়ী দল পাবে ৩১ হাজার টাকার নগদ পুরস্কার। রানার্স টিম পাবে ১৬ হাজার টাকা। বিজয় চান, এই প্রতিযোগিতার জন্য ধোনি বিশেষ অতিথি হয়ে আসুন। ৪২তম জন্মদিন পালন করুক ভিলওয়ারার অনুরাগীদের সঙ্গে। তাই শরীরের রক্ত দিয়ে লিখে ফেললেন চিঠি। ধোনিকে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়ে এমন কী লিখলেন বিজয়?

চিঠির শুরু হচ্ছে, ‘আই লাভ ইউ মাহি’ দিয়ে। বিজয় কুমার রক্তে দিয়ে আমন্ত্রণপত্রে লিখলেন, “আপনাকে ভিলওয়াড়াতে আয়োজিত হতে চলা প্রতিযোগিতায় আসতেই হবে।” এই চিঠি সম্পর্কে বিজয় বলেছেন, “আমি ছোট থেকেই ধোনির ফ্যান। তাঁর জন্যই ক্রিকেটার হতে পেরেছি। উনি দেশের জন্য যা করেছেন তা প্রশংসাযোগ্য। তাই ধোনির জন্মদিনে বিশেষ কিছু করার চেষ্টা করছি।”