AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: বিয়ের পর তো ছেলেরা…! কাকে নিয়ে এমন বললেন ধোনি স্ত্রী?

Sakshi Singh Dhoni: বিয়ে যত সময়ের সরণি বেয়ে এগোতে থাকে, ততই রোমান্স কমে আসে। থেকে যায় দুটো মানুষের বন্ধুত্ব। সেই রসায়নটাই আসল। অম্ল-মধুর সম্পর্ক, দিনভর গল্পের আধারেই মোড়া আছে মাহি-সাক্ষীর জীবন। ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। ধোনির সঙ্গে বিয়ের পর অনেকখানি রাস্তা পার করা সাক্ষী কী বলছেন?

MS Dhoni: বিয়ের পর তো ছেলেরা...! কাকে নিয়ে এমন বললেন ধোনি স্ত্রী?
MS Dhoni: বিয়ের পর তো ছেলেরা...! কাকে নিয়ে এমন বললেন ধোনি স্ত্রী?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 1:30 PM
Share

চেন্নাই: বিয়ের ১৩ বছর পূর্ণ করে ফেলেছেন। তাও দু’জনের সম্পর্কের বাঁধন অটুট। আজও কি করে এমন রসায়ন বজায় রেখেছেন ওঁরা? এই প্রশ্নের উত্তর প্রায়ই খোঁজেন ভক্তরা। বিবাহিত জীবন নিয়ে এতদিন পর প্রকাশ্যে মুখ খুললেন তিনি। এই ‘তিনি’ কে? ইনি সাক্ষী ধোনি (Sakshi Singh Dhoni)। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) স্ত্রী এখন তামিল সিনেমার প্রযোজক। সাক্ষী ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল সিনেমা এলজিএম রিলিজ করবে কয়েক দিন পরেই। তার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে ধোনি আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীমতি ধোনি। কী বলেছেন তিনি? Tv9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

বিয়ে যত সময়ের সরণি বেয়ে এগোতে থাকে, ততই রোমান্স কমে আসে। থেকে যায় দুটো মানুষের বন্ধুত্ব। সেই রসায়নটাই আসল। অম্ল-মধুর সম্পর্ক, দিনভর গল্পের আধারেই মোড়া আছে মাহি-সাক্ষীর জীবন। ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। ধোনির সঙ্গে বিয়ের পর অনেকখানি রাস্তা পার করা সাক্ষী কী বলছেন? তাঁর কথায়, ‘বিয়ের মতো সম্পর্ক ঘিরে আমি সব সময় সত্যি বলতেই ভালোবাসি। ছেলেরা আগে মেয়েদের পিছন পিছন ঘোরে। তারপর বিয়ে হলে গেলে বলে, ও তো শুধু আমার। এখন আর কোথায় যাবে।’

২০১০ সালের ৪ জুলাই বিয়ে হয়েছিল সাক্ষী ও ধোনির। ২০১৫ সালে মেয়ে জিভার জন্ম হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনি রাঁচির বাড়িতেই অনেকটা সময় কাটানোর সুযোগ পান। পরিবারকে বাড়তি সময় দেওয়া শুরু করেন তখন থেকেই। একই সঙ্গে সাক্ষী বলছেন, ‘আমরা পুরো দিন হাসি-মজা করে কাটাই। সেই সঙ্গে প্রচুর গল্প করি। এটাই আমাদের সম্পর্কের সহজ রসায়ন।’

ধোনির সঙ্গে লম্বা প্রেমপর্বের পর বিয়ে হয় দু’জনের। বিয়ের ঠিক আগের দিন ধোনির মায়ের সঙ্গে আলাপ হয় সাক্ষীর। কিন্তু এখন শাশুড়ি-বউমার সম্পর্ক ভীষণ মজবুত। সাক্ষীর কথায়, ‘বিয়ের আগের দিন ধোনির মায়ের সঙ্গে আমার আলাপ হয়। কিন্তু এখন আমাদের সম্পর্ক খুব ভালো। বলা যেতে পারে আমি আর আমার শাশুড়ি দু’জন বন্ধু। আমার শাশুড়ি ভীষণ শান্ত মানুষ। উনি কোনও কিছুর জন্য আমাকে কখনও না বলেননি। আমার শ্বশুর শক্ত মনের মানুষ। এই কারণে ধোনি এতটা শৃঙ্খলাপরায়ণ। আমাদের পুরো পরিবার শৃঙ্খলা মেনে চলে।’