Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Siraj: ‘মিয়াঁ ম্যাজিক’… কুলদীপকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাজিকেল স্পেল নিয়ে যা বললেন মহম্মদ সিরাজ

ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন মহম্মদ সিরাজ। অবশ্য ম্যাচের সেরার সেই আর্থিক পুরস্কার সিরাজ দিয়েছেন শ্রীলঙ্কার মাঠকর্মীদের। যার ফলে সকলের থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এশিয়া সেরা হওয়ার পর মহম্মদ সিরাজের এক সাক্ষাৎকার নেন তাঁর সতীর্থ, তথা ভারতের তারকা ক্রিকেটার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বিসিসিআই টিভিতে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। কী কথাবার্তা হল তাঁদের?

Mohammed Siraj: 'মিয়াঁ ম্যাজিক'... কুলদীপকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাজিকেল স্পেল নিয়ে যা বললেন মহম্মদ সিরাজ
Mohammed Siraj: 'মিয়াঁ ম্যাজিক'... কুলদীপকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাজিকেল স্পেল নিয়ে যা বললেন মহম্মদ সিরাজ Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 4:04 PM

নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup) ইতিহাসে সবচেয়ে মুগ্ধ করা স্পেল দেখা গেল রবিবার। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে এক ওভারে ৪ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর স্পেল শেষ করেন ২১ রানে দিয়ে ৬ উইকেট ঝুলিতে ভরে। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন মহম্মদ সিরাজ। অবশ্য ম্যাচের সেরার সেই আর্থিক পুরস্কার সিরাজ দিয়েছেন শ্রীলঙ্কার মাঠকর্মীদের। যার ফলে সকলের থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এশিয়া সেরা হওয়ার পর মহম্মদ সিরাজের এক সাক্ষাৎকার নেন তাঁর সতীর্থ, তথা ভারতের তারকা ক্রিকেটার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বিসিসিআই টিভিতে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। কী কথাবার্তা হল তাঁদের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কুলদীপ: আজকের স্পেল নিয়ে কী বলবে?

সিরাজ: সত্যি বলতে গেলে আজকের স্পেলটা কার্যত ম্যাজিকের মতো ছিল। আমি কখনও এমনটা ভাবিনি। ফাইনাল ম্যাচে এমনটা করতে পারব সেটাও ভাবিনি। এর আগে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলাম। কিন্তু ৫ উইকেট নেওয়ার জন্য ষষ্ঠ ওভার বলও করেছিলাম। পাইনি ৫ উইকেট।

কুলদীপ: এক ওভারে ৪ উইকেট নিয়েছো, কোনও আলাদা পরিকল্পনা ছিল?

সিরাজ: স্পেলের শুরুতে সুইং পেয়েছিলাম। তখন বুঝেছিলাম এক জায়গায় বল দিলেই সফল হব। নিজেকে সেটাই বুঝিয়েছিলাম।

কুলদীপ: দাসুন শানাকার বলের পরিকল্পনা কী ছিল?

সিরাজ: ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এটা প্র্যাক্টিস করেছিলাম। ক্রিজের ওয়াইড থেকে এসে আউটসুইঙ্গার বল করার জন্য। অবশেষে দারুণ ভাবে সেটা কাজে লাগাতে পারলাম। যেমন পরিকল্পনা করেছিলাম, ঠিক সেটাই হয়েছে।

কুলদীপ: এশিয়া কাপে ২১ রানে ৬ উইকেট এশিয়া কাপে সেরা বোলিং স্পেল। কী বলবে এই স্পেল নিয়ে?

সিরাজ: এটা আমার জন্য বড় প্রাপ্তি। বিশ্বকাপের আগে ফাইনালে এমন পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাস দেবে।

এ বারের এশিয়া কাপে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন কুলদীপ যাদব। সিরাজ তাঁকে তাঁর সাফল্য নিয়ে জানতে চাইলে তিনি জানান, পিচ পড়ে, ব্যাটারদের পড়ে সেই মতো বল করতে থাকি। তিনি বলেন, ‘গত এক বছর ধরে এখন ভালো ছন্দে রয়েছি। সেটাই ধরে রেখে এগিয়ে যেতে চাই।’