Hardik Pandya: ৩ গলদ তুলে ধরলেন হার্দিক পান্ডিয়া, পন্থদের কাছে হারের দায় দিলেন কাকে?

IPL 2025, MI: আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। বোলিংয়ে নজর কাড়লেও ব্যাট হাতে দলকে জেতাতে পারেননি হার্দিক। ম্যাচের শেষে মুম্বইয়ের হারের তিনটি কারণ তুলে ধরেছেন হার্দিক। সেগুলি কী?

Hardik Pandya: ৩ গলদ তুলে ধরলেন হার্দিক পান্ডিয়া, পন্থদের কাছে হারের দায় দিলেন কাকে?
৩ গলদ তুলে ধরলেন হার্দিক পান্ডিয়া, পন্থদের কাছে হারের দায় দিলেন কাকে?Image Credit source: IPL Website

Apr 05, 2025 | 3:39 PM

কলকাতা: ওয়াংখেড়েতে নাইটদের বিরুদ্ধে একতরফা জয়ের পর, লখনউয়ের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন হার্দিকরা। টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথম ফাইফার নেন হার্দিক। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। বোলিংয়ে নজর কাড়লেও ব্যাট হাতে দলকে জেতাতে পারেননি হার্দিক। ম্যাচের শেষে মুম্বইয়ের হারের তিনটি কারণ তুলে ধরেছেন হার্দিক। সেগুলি কী?

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের অধিনায়ক ম্যাচের শেষে বলেছেন, “আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। স্মার্ট বোলিং করতে হবে। আর ব্যাটিংয়েও আরও বেশি ঝুঁকি নিতে হবে।” তাঁর এই কথা থেকেই পরিষ্কার যে, তিনি জানেন, তিলকের রিটায়ার্ড আউটের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হবে। নিজে আত্মবিশ্বাসী হলেও দলকে ম্যাচ জেতাতে পারেননি। নিজের সেই সিদ্ধান্তও মেনে নিতে পারছেন না হার্দিক।

লখনউয়ের একানা স্টেডিয়ামের ব্যাটিং উপযুক্ত পিচে ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ২০ ওভারে ১৯১ রান করে মুম্বই। ১২ রানে হার স্কাইদের। এ বারের আইপিএলে চার ম্যাচে মুম্বইয়ের এটি তৃতীয় হার। হার্দিক অতীতে চাপের মুখে থেকেও দলকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। একানায় না পারায় তিনি বেশ হতাশ হন। ব্যাটিং ইউনিটকে আরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, “ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের জয় যেমন দলগত হয়, তেমনই হারলেও সেটা দলগত। তারপরও এই হারের দায় পুরোপুরি আমার। হারলে হতাশ লাগে। সত্যি বলতে, আমরা ১০-১২ রান বেশি দিয়েছিলাম। আর শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি।”

এই ম্যাচ হারলেও হার্দিক আত্মবিশ্বাসী টিম ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, “সবসময় আমার বোলিং উপভোগ করেছি। আমার কাছে খুব বেশি বিকল্প নেই। কিন্তু আমি পরিস্থিতি আর পিচের অবস্থা বোঝার চেষ্টা করি এবং বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করার চেষ্টা করি। আমি কখনও উইকেট নেওয়ার পিছনে দৌড়াই না। একটা বড় টুর্নামেন্ট, কয়েকটা ম্যাচ জিতলেই ছন্দে ফিরে আসব।”

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।