PBKS, IPL 2025: আবির্ভাবেই বিস্ফোরণ, রিকি-ছোঁয়ায় নেহাল-যুগ শুরু পঞ্জাবে?

Apr 02, 2025 | 8:18 PM

নেহালদের মতো তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। কখনও আইপিএল জিততে পারেনি পঞ্জাব। সেই পঞ্জাবকেই এ বার ট্রফি দিতে মরিয়া শ্রেয়স থেকে নেহাল।

PBKS, IPL 2025: আবির্ভাবেই বিস্ফোরণ, রিকি-ছোঁয়ায় নেহাল-যুগ শুরু পঞ্জাবে?
PBKS, IPL 2025: আবির্ভাবেই বিস্ফোরণ, রিকি-ছোঁয়ায় নেহাল-যুগ শুরু পঞ্জাবে?
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: আবির্ভাবেই কেউ কেউ ঘটান বিস্ফোরণ। আর তাতেই অনেকের মনে থেকে যান দীর্ঘদিন। মঙ্গলবার ছিল পঞ্জাব-লখনউয়ের আইপিএল ম্যাচ। নেহাল ওয়াদেরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন। মাত্র ২৫ বলে দ্রুত ৪৩ রান করেন পঞ্জাব কিংসের ক্রিকেটার। ১৬.২ ওভারে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় পঞ্জাব। অভিষেকেই ৪৩ রানের ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছেন নেহাল। ম্যাচের পর পঞ্জাবের কোচ রিকি পন্টিং এবং দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেহাল। এই দু’জনই আস্থা রেখেছিলেন তাঁর উপর। নেহালও মর্যাদা রেখেছেন।

ম্যাচ পরবর্তী কথাবার্তায় নেহাল বলেছেন, ‘আমি যে সব কোচের অধীনে খেলেছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা হলেন রিকি স্যার। ওঁর মুখ থেকে কোনও নেতিবাচক কথা কখনও শুনিনি। আমার মতে এটা ওঁর সবচেয়ে ভালো দিক। উনি কেবল ইতিবাচক কথা বলেন। আর যখন কোনও কোচ এমন ইতিবাচক মন্তব্য করেন, তখন তা স্বাভাবিক ভাবেই একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।’

পঞ্জাব এ বারের আইপিএলের শুরুটা চমৎকার করেছে। গতবার দিল্লিতে ছিলেন রিকি পন্টিং। কিন্তু টিমকে সাফল্য দিতে পারেননি। প্রীতি জিন্টা রিকিকে নিয়ে এসেছেন পঞ্জাবে। তাঁর কথা মতোই তৈরি হয়েছে দল। শ্রেয়স আইয়ারের মতো অভিজ্ঞ ক্রিকেটারকেও দেওয়া হয়েছে দলের দায়িত্ব। নেহালদের মতো নতুন মুখরা সেখান থেকে উঠে আসছেন আইপিএলের দুনিয়ায়।

রিকি পন্টিংয়ের পাশাপাশি শ্রেয়াস আইয়ারের সম্পর্কেও উচ্ছ্বসিত নেহাল। ‘এই ম্যাচে আমাদের জয় দরকার ছিল। শ্রেয়স ভাই খুব ভালো খেলেছে। শ্রেয়স ভাই যে ভাবে দলের নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে, এক কথায় তা দুর্দান্ত। শ্রেয়স ভাই আমাকে বলেছিল, তোমার স্বাভাবিক খেলাটা খেলো। আমি পরিস্থিতি অনুযায়ী খেলাটাকে এগিয়ে নিয়ে গিয়েছি।’

নেহালদের মতো তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। কখনও আইপিএল জিততে পারেনি পঞ্জাব। সেই পঞ্জাবকেই এ বার ট্রফি দিতে মরিয়া শ্রেয়স থেকে নেহাল।

Next Article