IND vs NZ, 1st Test: ৩৬ বছর পর ভারতের মাটিতে কিউদিয়ের জয়, দুরন্ত কামব্যাকেও ‘ফেরা’ হল না টিম ইন্ডিয়ার
India vs New Zealand: বেঙ্গালুরু টেস্টে টস জিতে ব্যাটিং বেছেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। কিন্তু শেষ অবধি ম্যাচ জেতা হল না রোহিত ব্রিগেডের। বেঙ্গালুরুতে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল কিউয়িরা।
কলকাতা: অল্প রানের পুঁজি নিয়ে টিম ইন্ডিয়া অতীতে একাধিক ম্যাচ জিতেছে। কিন্তু বেঙ্গালুরুতে তার পুনরাবৃত্তি হল না। কিউয়ি ব্রিগেড ৮ উইকেটে প্রথম টেস্ট জিতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেল। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা কোনও কসুর ছাড়েননি। কিন্তু রাচিন-ইয়ংদের থামাতে পারলেন না। ১৯৬৯, ১৯৮৮ সালের পর ভারতের মাটিতে তৃতীয় টেস্ট (Test) জয় নিউজিল্যান্ডের (New Zealand)। ৪৬ রানে প্রথম ইনিংসে ভারত যে অল আউট হয়েছিল, তা ম্যাচে অনেকটা তফাৎ গড়ে দেয়। যদিও দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া (Team India)। তারপরও পুরোপুরি ফেরা হল না। দীর্ঘ ৩৬ বছর পর টিম ইন্ডিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে তৃপ্ত কিউয়িরা।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিন মাঠ ভেজা থাকার কারণে এক ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হয়। প্রথম সেশনের প্রথম ঘণ্টা জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজরা আটোসাটো বোলিং করেন। কিন্তু এক ঘণ্টা অতিক্রান্ত হতেই রান আসতে শুরু করে কিউয়ি শিবিরে। দিনের দ্বিতীয় ডেলিভারিতে জসপ্রীত বুমরা তুলে নেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথামকে (০)। এরপর ১৩তম ওভারে ওপেনার ডেভন কনওয়ের (১৭) উইকেটটিও তুলে নেন বুমরা।
তৃতীয় উইকেটে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র মিলে ৯২ বলে ৭৫ রানের অপরাজিত পার্টনারশিপ উপহার দেন। বুমরা ছাড়া আর কোনও ভারতীয় বোলার উইকেট তুলতে পারেননি। যদি ইয়ং-রাচিন জুটিকে এ ভাবে জমে ওঠা থেকে আটকে দিতে পারতেন সিরাজ-জাডেজারা, তা হলে ম্যাচের ফল অন্য হতে পারত। বেঙ্গালুরুতে ২ রানের জন্য হাফসেঞ্চুরি পূর্ণ হয়নি উইল ইয়ংয়ের। তিনি ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আর রাচিন রবীন্দ্র অপরাজিত থাকেন ৩৯ রানে। ২৭.৪ ওভারে ২ উইকেটে ১১০ রান তুলে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল কিউয়িরা।
New Zealand win the First Test by 8 wickets in Bengaluru.#TeamIndia will look to bounce back in the Second Test.
Scorecard ▶️ https://t.co/8qhNBrs1td#INDvNZ | @idfcfirstbank pic.twitter.com/6Xg4gYo8It
— BCCI (@BCCI) October 20, 2024