IND vs NZ SQUAD: নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, নেতৃত্বে বড় চমক

Oct 12, 2024 | 12:00 AM

India vs New Zealand Test Series: বাংলাদেশকে ক্লিনসুইপও করেছে। তবে স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে অন্য পন্থা নিয়েছিল বোর্ডের দল নির্বাচন কমিটি। প্রাথমিক ভাবে এক টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছিল। প্রথম টেস্ট শেষের পর দ্বিতীয় ম্যাচের দল ঘোষণা হয়। শুধু তাই নয়, অফিসিয়ালি ছিল না কোনও ভাইস ক্যাপ্টেনও।

IND vs NZ SQUAD: নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, নেতৃত্বে বড় চমক
Image Credit source: PTI FILE

Follow Us

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারতীয় দল। বাংলাদেশকে ক্লিনসুইপও করেছে। তবে স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে অন্য পন্থা নিয়েছিল বোর্ডের দল নির্বাচন কমিটি। প্রাথমিক ভাবে এক টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছিল। প্রথম টেস্ট শেষের পর দ্বিতীয় ম্যাচের দল ঘোষণা হয়। শুধু তাই নয়, অফিসিয়ালি ছিল না কোনও ভাইস ক্য়াপ্টেনও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের জন্য একেবারেই স্কোয়াড ঘোষণা করে দিল বোর্ডের দল নির্বাচন কমিটি। এ বার অফিসিয়ালি ভাইস ক্যাপ্টেনও ঘোষণা করা হল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরেও শুভমনের নেতৃত্বে তরুণ টিম পাঠিয়েছিল ভারত। সে সময়ও ভাইস ক্যাপ্টেন ছিল। গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ শ্রীলঙ্কা সফরেও টি-টোয়েন্টি, ওডিআই সিরিজে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছিল। যদিও ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টি, দুই সিরিজেই অফিসিয়ালি কোনও ভাইস ক্যাপ্টেন ছিল না। কানপুর টেস্টের পর গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার মন্তব্য করেছিলেন, টিমে আইপিএলের অনেক ক্যাপ্টেন রয়েছে। প্রয়োজনে যে কেউ দায়িত্ব পালন করতে পারবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরকারিভাবে জসপ্রীত বুমরাকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

অতীতেও ভারতের টেস্ট দলে ভাইস ক্যাপ্টেন ছিলেন বুমরা। শুধু তাই নয়, ইংল্যান্ড সফরে এক টেস্টে এবং আয়ারল্যান্ডে টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন বুমরা। এই সিরিজে সহ-অধিনায়ক রাখার অন্য কারণও হতে পারে। অস্ট্রেলিয়া সফরে প্রথম অথবা দ্বিতীয় টেস্টে রোহিত শর্মাকে নাও পাওয়া যেতে পারে। বুমরাকে গুছিয়ে নেওয়ার সময়ও দেওয়া হচ্ছে। রোহিতকে ঠিক কোন সময় পাওয়া যাবে না, তা এখনও নিশ্চিত নয়। সে কারণেও হতে পারে। স্কোয়াডে অবশ্য কোনও পরিবর্তন করা হয়নি। বাংলাদেশ সিরিজের স্কোয়াডই রাখা হয়েছে। সিরিজ শুরু ১৬ অক্টোবর। বেঙ্গালুরু, পুনে, মুম্বইতে ম্যাচগুলি হবে।

এই খবরটিও পড়ুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড-রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

Next Article