IND vs NZ: পণ্ড বিরাটদের প্র্যাক্টিস, বেঙ্গালুরু টেস্টের আগে নানা অস্বস্তি

Oct 15, 2024 | 12:10 PM

India vs New Zealand Test Series: ঘরের মাঠে সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফুল পয়েন্টেই লক্ষ্য। এই সিরিজেও প্রতিপক্ষকে ক্লিনসুইপ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে অনেকটা এগিয়ে থাকবে ভারত। প্রথম টেস্টে বড় প্রভাব ফেলতে পারে বৃষ্টি।

IND vs NZ: পণ্ড বিরাটদের প্র্যাক্টিস, বেঙ্গালুরু টেস্টের আগে নানা অস্বস্তি
Image Credit source: PTI

Follow Us

বুধবার শুরু ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আজ সকালে চূড়ান্ত প্রস্তুতিতে নামার কথা ছিল। প্রাথমিক ভাবে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্র্যাক্টিস। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন, প্র্যাক্টিস বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে। স্বাভাবিক ভাবেই ভারতীয় শিবিরে অস্বস্তি। ঘরের মাঠে সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফুল পয়েন্টেই লক্ষ্য। এই সিরিজেও প্রতিপক্ষকে ক্লিনসুইপ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে অনেকটা এগিয়ে থাকবে ভারত। প্রথম টেস্টে বড় প্রভাব ফেলতে পারে বৃষ্টি।

বেঙ্গালুরুতে বিছিন্ন ভাবে বৃষ্টি হয়েই চলেছে। শুধু যে প্র্যাক্টিস বাতিলেই সমস্যা মিটছে তা নয়। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েকদিনও বৃষ্টি রয়েছে। পূর্বাভাস যদি মিলে যায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের ভবিষ্যৎ জলে। ভারতীয় দলের সকালে প্র্যাক্টিসের কথা থাকলেও নিউজিল্যান্ডের সেশন রয়েছে দুপুর ১.৩০ থেকে। তবে আবহাওয়ার যা পরিস্থিতি, নিউজিল্যান্ডের প্র্যাক্টিসও বাতিল হতে চলেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, টেস্টের প্রথম দু-দিন ৭০-৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। সোমবার ভারত-নিউজিল্যান্ড দু-দলই প্র্যাক্টিস সেরেছে। পিচ দেখারও সুযোগ হয়েছিল ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন রোহিত শর্মার। দীর্ঘ সময় আলোচনাতেও দেখা যায় তাঁদের। সম্ভবত কম্বিনেশন নিয়েই আলোচনা করছিলেন। আপাতত সব কিছুর বাইরে চিন্তায় রাখছে আবহাওয়া।

এই খবরটিও পড়ুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড-রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

রিজার্ভ-মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ

Next Article