Gautam Gambhir: মুম্বই টেস্টের আগে গুরু গম্ভীর বললেন, ‘কিউয়ি সিরিজ হার কষ্টকর, ব্যাটাররা শুধু…’

India vs New Zealand: ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। এই সিরিজ এমনিতেই হেরে গিয়েছে রোহিত ব্রিগেড। তৃতীয় টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় টিম ইন্ডিয়া।

Gautam Gambhir: মুম্বই টেস্টের আগে গুরু গম্ভীর বললেন, 'কিউয়ি সিরিজ হার কষ্টকর, ব্যাটাররা শুধু...'
Gautam Gambhir: মুম্বই টেস্টের আগে গুরু গম্ভীর বললেন, 'কিউয়ি সিরিজ হার কষ্টকর, ব্যাটাররা শুধু...'Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 31, 2024 | 2:01 PM

কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানায় ভারতীয় টিম ১২ বছর পর দেশে টেস্ট (Test) সিরিজ হেরেছে। মুম্বইয়ে তৃতীয় টেস্ট কিউয়িদের বিরুদ্ধে ভারত হারলে অত্যন্ত লজ্জার বিষয় হবে। এই পরিস্থিতিতে ক্লিন সুইপ এড়ানোই টিম ইন্ডিয়ার (India) লক্ষ্য। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের আগে গৌতম গম্ভীর পরিষ্কার জানিয়েছেন এই সিরিজ হারের দায় শুধু ব্যাটারদের দিলে চলবে না। দলের সকলে নিজেদের দায়িত্ব নিয়ে অবগত। এই প্রসঙ্গে আর কী কী বলেছেন ভারতের হেড কোচ?

সিরিজ হারের কষ্ট রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য শুধু ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ গম্ভীর। মুম্বই টেস্টের আগে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বলেন, ‘সকলের দায়িত্ব রয়েছে। আমি এটা বলতে পারি না, যে শুধু ব্যাটাররা আমাদের হতাশ করেছে। আমি এটা বলতে চাই না যে, এই হার কষ্ট দিচ্ছে না। এই হারে কষ্ট পাওয়া উচিত এবং তা থেকে আমাদের আরও উন্নতি করা দরকার। এই অবস্থানে থাকাটা কি ভুল? আমি নিশ্চিত এই জায়গা থেকে তরুণ ক্রিকেটাররা আরও উন্নত ক্রিকেটারে পরিণত হবে। যদি আমাদের কানপুরের মতো ফলাফল হয়, তা হলে আমাদের এগিয়ে যেতে হবে।’

ভারতীয় ব্যাটিং লাইনআপ প্রতিভাবান হলেও, সিরিজের প্রথম দুটো টেস্টে যথেষ্ট চাপে পড়তে হয়েছে ভারতীয় টিমকে। গম্ভীর বিশ্বাস করেন যে প্রতিটি সেশনে ভারতের দৃষ্টিভঙ্গি সমান থাকে। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটের মতো খেলা উচিত। আমাদের যদি একদিনে ৪০০ রান করতে হয়, তবে আমাদের সেটা করার ক্ষমতা থাকা উচিত। আমরা কীভাবে সেশনগুলি কাজে লাগাব, সেটাও পরিষ্কার থাকে। একটা ভালো লিড সেট করার জন্য সাড়ে চার সেশন যথেষ্ট হওয়া উচিত।’

বেঙ্গালুরুর পর পুনে টেস্ট হেরে কিউয়িদের কাছে সিরিজ খুইয়েছেন রোহিতরা। এ বার দেখার মুম্বই টেস্ট জিতে লজ্জার হোয়াইটওয়াশ ভারত এড়াতে পারে কিনা।