NZ vs BAN ICC, CWC Match Preview: চিপকের ‘ঘূর্ণিপাকে’ মুখোমুখি নিউজিল্যান্ড-বাংলাদেশ

New Zealand vs Bangladesh, ICC world Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবীন্দ্র জাডেজা ম্যাজিক্যাল স্পেল করেছেন। রাচিন রবীন্দ্রও বাঁ হাতি স্পিনার। তাঁর বোলিং স্টাইলের সঙ্গে মিল রয়েছে জাড্ডুর। সে কারণেই বলা হচ্ছে, রাচিন ‘রবীন্দ্র’ হয়ে উঠতে পারবেন কিনা। বাংলাদেশ স্পিনের বিরুদ্ধে ভালো খেলে। মিরপুরের পিচের সঙ্গে চিপকের কিছুটা মিল পাওয়া যেতে পারে। যদিও বাংলাদেশের ব্যাটিং আক্রমণ প্রথম দু-ম্যাচে সেই অর্থে ভরসা দিতে পারেনি।

NZ vs BAN ICC, CWC Match Preview: চিপকের ‘ঘূর্ণিপাকে’ মুখোমুখি নিউজিল্যান্ড-বাংলাদেশ
চিপকে প্রস্তুতিতে মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। Image Credit source: AFP, PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 9:30 AM

চেন্নাই: একটি করে জয় ও হার। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। হিসেব মতো স্বস্তিতে থাকারই কথা সাকিব আল হাসানদের। বাংলাদেশের জন্য চিপকের পরিস্থিতি আদর্শ। কিন্তু নিউজিল্যান্ডের এই টিমে মিচেল স্যান্টনারের মতো স্পিনার রয়েছেন। চিপকে প্রথম ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। ভারতের স্পিনত্রয়ীর সামনে খাবি খেয়েছে অজি ব্যাটাররা। আজ নিউজিল্যান্ড একাদশে ফিরছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাদের ব্যাটিং আরও মজবুত হচ্ছে। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (NZ vs BAN) ম্যাচের পরিস্থিতি কী হতে পারে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আচ্ছা, এই ম্যাচের জন্য মিচেল স্যান্টনারকে অধিনায়ক করলে কেমন হয়! পরিস্থিতির নিরিখে এড়িয়ে যাওয়ার মতো নয়। চেন্নাই সুপার কিংসে খেলেন এই বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার। চিপকের পিচ পরিস্থিতি সম্পর্কে অনেক বেশি জানা তাঁর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। চিপকে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তেমনই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে রয়েছেন। তিনিও চেন্নাই সুপার কিংসে খেলেন। ওপেনও করেন। স্যান্টনারের মতো তাঁরও চিপক নিয়ে অভিজ্ঞতা ভালো। আরও একটা সম্ভাবনা, রাচিন কি আজ ‘রবীন্দ্র’ হয়ে উঠতে পারবেন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবীন্দ্র জাডেজা ম্যাজিক্যাল স্পেল করেছেন। রাচিন রবীন্দ্রও বাঁ হাতি স্পিনার। তাঁর বোলিং স্টাইলের সঙ্গে মিল রয়েছে জাড্ডুর। সে কারণেই বলা হচ্ছে, রাচিন ‘রবীন্দ্র’ হয়ে উঠতে পারবেন কিনা। বাংলাদেশ স্পিনের বিরুদ্ধে ভালো খেলে। মিরপুরের পিচের সঙ্গে চিপকের কিছুটা মিল পাওয়া যেতে পারে। যদিও বাংলাদেশের ব্যাটিং আক্রমণ প্রথম দু-ম্যাচে সেই অর্থে ভরসা দিতে পারেনি। প্রথম ম্যাচ লো-স্কোরিং ছিল। দ্বিতীয় ম্যাচে লিটন দাস ভরসা দিয়েছেন। তাদের ওপেনিং জুটি ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। তরুণ ওপেনার তানজিদ হাসানের নামের সঙ্গে ‘তামিম’ থাকলেও অভিজ্ঞতা নেই। প্রথম দু-ম্যাচেই ব্যর্থ। এশিয়া কাপে মেকশিফ্ট ওপেনার মেহদি হাসান মিরাজ ভরসা দিয়েছিলেন। বাংলাদেশের মূল চিন্তা ব্যাটিংই।

টানা দু-ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর নিউজিল্যান্ড। তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগই ছন্দে। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কম্বিনেশন রয়েছে। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া। চিপকের ‘ঘূর্ণিপাকে’ কোন দল বিপাকে পড়বে, নজর সে দিকেই।