NZ vs SL ICC WC Match Preview: সেমিফাইনালের শেষ সুযোগ, কিউয়িদের জোড়া প্রতিপক্ষ!

New Zealand vs Sri Lanka ICC world Cup 2023: তেইশের বিশ্বকাপে দুর্দান্ত শুরু হয়েছিল নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বিশাল ব্যবধানে হারায় তারা। পরপর চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষস্থানেও ছিল। সবটাই সাময়িক। ধরমশালায় ভারতের কাছে হারের পর থেকেই ক্রমশ ছন্দপতন কিউয়িদের। দলে একঝাঁক চোট তাদের সমস্যা বাড়িয়েছে। গত ম্যাচটি বেঙ্গালুরুতেই খেলেছে নিউজিল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংও করেছিল।

NZ vs SL ICC WC Match Preview: সেমিফাইনালের শেষ সুযোগ, কিউয়িদের জোড়া প্রতিপক্ষ!
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 10:00 AM

বেঙ্গালুরু: সেমিফাইনালের রাস্তা মসৃণ হতে পারত। নিউজিল্যান্ডের রাস্তা কঠিন হয়েছে বেঙ্গালুরুর বৃষ্টিতে। ওয়ান ডে বিশ্বকাপে গত দু-বারই ফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। এ বার সেমিফাইনাল নিয়েই ধোঁয়াশা। এর জন্য শুধু যে বেঙ্গালুরুর বৃষ্টিই দায়ি তা নয়। অন্যতম কারণ বলা যেতে পারে। সেমিফাইনালের দরজা খোলা রাখার শেষ সুযোগের সামনে নিউজিল্যান্ড। হারলেও ছিটকে যাবে, এখনই বলা যাবে না। হার কিংবা জিত, দু-ক্ষেত্রেই অপেক্ষা করতে হবে আফগানিস্তান এবং পাকিস্তানের ফলের ওপর। তবে নিউজিল্যান্ডের সামনে আজ জোড়া প্রতিপক্ষ। শ্রীলঙ্কা এবং বেঙ্গালুরুর আবহাওয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে দুর্দান্ত শুরু হয়েছিল নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বিশাল ব্যবধানে হারায় তারা। পরপর চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষস্থানেও ছিল। সবটাই সাময়িক। ধরমশালায় ভারতের কাছে হারের পর থেকেই ক্রমশ ছন্দপতন কিউয়িদের। দলে একঝাঁক চোট তাদের সমস্যা বাড়িয়েছে। গত ম্যাচটি বেঙ্গালুরুতেই খেলেছে নিউজিল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংও করেছিল।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বোর্ডে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। তাদের যা বোলিং লাইন আপ, পাকিস্তানকে হারানো কঠিন ছিল না। পিচ যতই ব্যাটিং সহায়ক হোক কিংবা চিন্নাস্বামীর ছোট বাউন্ডারি। এত বড় লক্ষ্য তাড়া করা সহজ নয়। কালে-ভদ্রে এই রান তাড়া করে জেতা সম্ভব। কিন্তু নিউজিল্যান্ডের আশায় জল ঢেলে দেয় বৃষ্টি। পাকিস্তান এক উইকেট হারায়। দফায় দফায় বৃষ্টিতে ছন্দপতনও হয়। ফখর জামান এবং বাবর আজমের বিধ্বংসী ইনিংস। বৃষ্টিতে আর ম্যাচ সম্পূর্ণ করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানের জয়।

আজ নিউজিল্যান্ডের সামনে নড়বড়ে শ্রীলঙ্কা। তাদের কোনও ধারাবাহিকতা নেই। ভারতের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার পর আফগানিস্তান এবং গত ম্যাচে বাংলাদেশের কাছেও হেরেছে। নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হয়তো ভয়ঙ্কর প্রতিপক্ষ নয়, তবে বৃষ্টি হলে আবারও একই সমস্যায় পড়তে পারে কিউয়িরা। আজ জিতলেও অপেক্ষা, হারলেও।