Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Impact Player Rule: পঁচিশের IPL-এ থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম? ক্যাপ্টেন্স মিট শেষে কী সিদ্ধান্ত BCCI-এর?

IPL 2025: আর ঠিক ২টো দিন পর শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। ১০ টিমের লড়াই দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। এ বারের আইপিএলে কয়েকটা নিয়মে বদল আসছে চলেছে।

IPL Impact Player Rule: পঁচিশের IPL-এ থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম? ক্যাপ্টেন্স মিট শেষে কী সিদ্ধান্ত BCCI-এর?
পঁচিশের IPL-এ নেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম? কী সিদ্ধান্ত নিল বিসিসিআই?Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 20, 2025 | 6:02 PM

কলকাতা: আইপিএলে (IPL) ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলে একাধিক তরুণ ক্রিকেটার সাড়া ফেলেছেন। আবার আইপিএলের সেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (Impact Player Rule) নিয়ে বারবার উঠেছে নানা প্রশ্নও। অতীতে রোহিত শর্মা জানিয়েছিলেন, তাঁর মনে হয় এই নিয়ম থাকার ফলে অলরাউন্ডাররা সমস্যায় পড়ছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়াও তেমনটাই মনে করছেন। এ তো গেল তারকা ক্রিকেটারদের মতামতের কথা। বোর্ড কী ভাবছে? আদৌ কি তুলে নেওয়া হবে এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম?

আজ, ২০ মার্চ মুম্বইতে বোর্ডের পক্ষ থেকে আইপিএলের ক্যাপ্টেন্স মিট ডাকা হয়েছিল। সেখানে নানা বিষয় নিয়ে এবং কিছু নতুন নিয়ম নিয়ে আলোচনা করা হয়। সেই আলোচনা থেকেই বোর্ড এ বার আইপিএলে বলে থুতুর উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে, অনেকেই ভাবতে শুরু করেছেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কী আর থাকছে না। আপাতত তেমন কোনও খবর নেই। বরং জানা গিয়েছে বোর্ড কমপক্ষে ২০২৭ সাল অবধি এই নিয়ম জারি রাখছে।

আইপিএলের ক্যাপ্টেন্স মিটের পর বোর্ডের এক কর্তা বলেছেন, “কয়েকজন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন। তবে তা আনক্যাপড বোলার এবং ব্যাটারদের জন্য বেশ উপকারী হয়েছে। না হলে তাঁরা খেলতে পারত না।”

এই খবরটিও পড়ুন

২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হয়। তারপর থেকেই এই নিয়ম অন্যতম আলোচনার বিষয়। অনেক ক্রিকেটারই মন্তব্য করেছিলেন, এই নিয়মের ফলে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাবে। শুধু তাই নয়, এই নিয়ম নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যেও বিরোধ ছিল। কিন্তু তারপরও আপাতত এই নিয়ম টুর্নামেন্টে বহাল থাকছে।