
কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীর। এ যেন একে অপরের পরিপূরক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে যুগ্মভাবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। এরপরই কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই দু-বারই কেকেআরের ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। তিনি দল ছাড়ার পর থেকেই আর ট্রফি আসছিল না কেকেআরে।
আইপিএলের গত সংস্করণে কেকেআরে ফেরেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্ব। মেন্টর হয়ে এসেছিলেন গৌতম গম্ভীর। আর নতুন ভূমিকাতেও সফল। গত মরসুমে তৃতীয় ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই জাতীয় দলের কোচ হন গম্ভীর। গত মরসুমে কেকেআরের কোচ ছিলেন চন্দ্রকান্ত পন্ডিত। তিনি এ বারও রয়েছেন। তবে কোচিং টিমে নানা বদল হয়েছে। সহকারী কোচ হিসেবে এসেছেন ওটিস গিবসন, মেন্টর ডোয়েন ব্র্যাভো।
কলকাতায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে কেকেআর। প্র্যাক্টিসের দ্বিতীয় দিন সাংবাদিক সম্মেলেন করেন কেকেআর কোচ-মেন্টর-ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন। সেখানে নানা প্রশ্নের মধ্যে উঠে এল গৌতম গম্ভীরের প্রসঙ্গও। তাঁর জায়গা নেওয়া ডোয়েন ব্র্যাভো রিপ্লাইও দেন। ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারকেও প্রশ্ন করা হয় গৌতম গম্ভীরকে নিয়ে। কারণ, ভেঙ্কি গত মরসুমে জিজি-র মেন্টরশিপে খেলেছেন।
কেকেআর ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারকে গৌতম গম্ভীর নিয়ে প্রশ্ন করতেই, মাইক অন করে কোচ চন্দ্রকান্ত পন্ডিত বলেন, ‘জিজিকে নিয়ে আর প্রশ্ন নয়। বর্তমানকে নিয়ে করুন।’ একই প্রশ্নে ডোয়েন ব্র্যাভোরও উল্লেখ ছিল। ভেঙ্কটেশ আইয়ার সে প্রসঙ্গে বলেন, ‘ব্র্যাভোকে যতটা দেখেছি, তিনি পরিশ্রমী কোচ। আর অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না।’