WTC Final 2023 : ঠাঁই হল না অশ্বিনের! চার পেসার নিয়ে WTC ফাইনালে ভারত

India vs Australia : মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও শার্দূল ঠাকুর। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশে ঠাঁই হল না রবিচন্দ্রন অশ্বিনের।

WTC Final 2023 : ঠাঁই হল না অশ্বিনের! চার পেসার নিয়ে WTC ফাইনালে ভারত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 3:22 PM

লন্ডন: অপেক্ষার অবসান। ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) সূচনা আজ। দ্য ওভালের ঐতিহাসিক স্টেডিয়ামে যে দলই জিতুক, প্রথম বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার উঠবে। প্রথম প্রচেষ্টায় সফল হয়নি ভারত। দ্বিতীয় বার ট্রফি ঘরে নিয়ে যেতে তৈরি রোহিত অ্যান্ড কোম্পানি। কয়েকদিন ধরে ওভালের পিচের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা সবুজে ঢাকা। ফলে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল দুটি দলের জন্য। বুধবার টস জিতলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। চার পেসার নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামছে ভারত। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও শার্দূল ঠাকুর। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশে ঠাঁই হল না রবিচন্দ্রন অশ্বিনের। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে অবাক ক্রিকেট সমর্থকরা। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৩টি টেস্টে ৬১টি উইকেট নিয়েছেন অশ্বিন। এইমুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার তিনি। স্পিনার হিসেবে একাদশে রয়েছেন রবীন্দ্র জাডেজা। এর পাশাপাশি উইকেটকিপার হিসেবে একাদশে বেছে নেওয়া হয়েছে কেএস ভরতকে। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে সাউদাম্পটনের পেস সহায়ক পিচে ২ স্পিনার নিয়ে নেমেছিল বিরাট কোহলির ভারত। সে বার প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট। হারের পর ক্যাপ্টেনের সিদ্ধান্ত নিয়ে ব্যপক সমালোচনা হয়। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন পরবর্তী ক্যাপ্টেন। পিচে প্রায় ৬ ইঞ্চির ঘাস। তাই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিতের। তিনি বলেন, “পরিস্থিতি এবং আবহাওয়া দেখে এই সিদ্ধান্ত নিয়েছি। আকাশজুড়ে মেঘ ছেয়ে রয়েছে। উইকেটে খুব একটা পরিবর্তন হবে না। চার পেসার ও এক স্পিনার। স্পিনার হিসেবে খেলছে জাডেজা।”

অশ্বিন ও জাডেজার মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত খুব মুশকিল বলে জানালেন রোহিত। তিনি বলেন, “এই কাজটা ভীষণ কঠিন। কারণ অশ্বিন একজন ম্যাচ উইনার। রাহানের প্রচুর অভিজ্ঞতা। ৮০-র বেশি টেস্ট ম্যাচ খেলেছে। এই ম্যাচে ঈশান কিষাণ খেলছে না। উইকেটরক্ষক হিসেবে খেলছে কেএস ভরত।”

WTC Final 2023 এর জন্য ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

WTC Final 2023 এর জন্য অস্ট্রেলিয়ার একাদশ – ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ড।