কলকাতা: অঙ্ক বড়ই কঠিন— কিন্তু উপায় তো বের করতেই হবে। আইপিএল (IPL) শুরু হতে আর দেরি নেই। এর মাঝে ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না। গত মরসুমে ৩ ম্যাচ স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নির্বাচিত হার্দিক। আর সেটা এ বারের ২৩ মার্চে সিএসকে বনাম মুম্বই ম্যাচে। এ তো গেল ক্যাপ্টেন সমস্যা। যদিও মরসুম শুরুর আগে প্রেস কনফারেন্সে হার্দিক জানিয়ে দিয়েছেন প্রথম ম্যাচে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এর পাশাপাশি মুম্বইয়ের বড় চ্যালেঞ্জ জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) না থাকা। টুর্নামেন্ট শুরুর আগে দলের তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে।
বুমরা কতটা ফিট? মাঠে ফিরবেন কবে? এই প্রশ্ন আসতেই মুম্বই কোচ মাহেলা বলেন, “জসপ্রীত বুমরা এখন এনসিএতে (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) রয়েছে। ওর উন্নতি হচ্ছে। তবে ওর জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়। কী প্রতিক্রিয়া পাই ওকে নিয়ে সেটা গুরুত্বপূর্ণ। দিন দিন ও ভালোর দিকেই এগোচ্ছে। আশা করি ও তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। ওকে না পাওয়াটা সত্যিই বড় চ্যালেঞ্জ। ও বিশ্বের অন্যতম সেরা বোলার। ও আমাদের জন্য বছরের পর বছর ধরে অন্যতম সেরা অস্ত্রের ভূমিকা পালন করেছে।”
জসপ্রীত বুমরার বদলি খোঁজা বড়ই কঠিন। তাই আইপিএল শুরুর আগে অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছে হার্দিকের টিম। বুমরা না থাকা মানে স্বাভাবিকভাবেই তাঁর পরিবর্তে অন্য কোনও বোলার একাদশে জায়গা পাবেন। এই প্রসঙ্গে মাহেলা বলেন, “এ বার এটাকে এই ভাবে দেখতে হবে যে, ও নেই মানে অন্য কেউ ওই জায়গায় সুযোগ পাবে। আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। দেখা যাবে কার যোগ্যতা কতটা। এভাবেই বিষয়টা দেখি আমি। দেখা যাক বিষয়টা কেমনভাবে এগোয়।”