AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TeamIndia: দ্রাবিড়ের পরামর্শে কাউন্টি ক্রিকেটে ভারতের তরুণ বাঁ হাতি পেসার

Arshdeep Singh : কেন্টের হয়ে খেলেছেন রাহুল দ্রাবিড়ও। জাতীয় দলে হেড কোচের প্রাক্তন ক্লাবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অর্শদীপ সিং।

TeamIndia: দ্রাবিড়ের পরামর্শে কাউন্টি ক্রিকেটে ভারতের তরুণ বাঁ হাতি পেসার
Image Credit: twitter
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 7:46 PM
Share

মুম্বই: এ বছর দেশের মাটিতে বিশ্বকাপ। তার আগেও ভারতীয় দলের আরও একটা পরীক্ষা রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ওভালে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। দীর্ঘ সময় ধরেই খেলার বাইরে তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। নিয়মিত প্রস্তুতির মধ্য়ে থাকতে কাউন্টি ক্রিকেটে খেলতে দেখা যাবে অর্শদীপকে। জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্শদীপ। কাউন্টিতে অবশ্য় পুরো মরসুম পাওয়া যাবে না তাঁকে। মাত্র দু-মাসের জন্য খেলবেন। পাঁচটি প্রথম শ্রেনির ম্য়াচে খেলার কথা অর্শদীপের। একটি বিবৃতিতে জানিয়েছে, কেন্ট ক্রিকেট ক্লাব। কাউন্টি ক্রিকেটে খেলে ভালো পারফর্ম করতে পারলে আগামী দিনে টেস্ট দলেরও দরজা খুলতে পারে অর্শদীপের। এমনটাই মনে করা হচ্ছে। বিস্তারিত TV9Bangla-য়।

কেন্ট ক্রিকেট ক্লাবের তরফে বিবৃতিতে বলে হয়েছে- ‘ভারতীয় দলের তরুণ পেসার অর্শদীপ সিং কেন্টের হয়ে পাঁচটি প্রথম শ্রেনির ম্য়াচ খেলবেন। তাঁকে জুন-জুলাই এই দুই মাসের জন্য় পাওয়া যাবে। বাকিটা নির্ভর করছে, সম্মতির উপর।’ জুনেই ওভালে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল। অজি দলে বাঁ হাতি পেসার রয়েছে। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আগে অর্শদীপের বিরুদ্ধে প্রস্তুতি সারতে পারেন বিরাট-রোহিতরা। সুইং বোলিংয়ের দক্ষতা রয়েছে অর্শদীপের। ভারতের প্রস্তুতিতে যা সাহায্য় করতে পারে। পাশাপাশি কাউন্টি খেলে নিজের বোলিংয়ে আরও উন্নতির সুযোগ পাবেন অর্শদীপ। দেশের হয়ে এখনও অবধি ২৯টি ম্য়াচ খেলেছেন। এর মধ্যে এশিয়া কাপ, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে।

কাউন্টি ক্লাবে সই করা প্রসঙ্গে অর্শদীপ সিং বলছেন, ‘ইংল্য়ান্ডের মাটিতে লাল বলের ক্রিকেট খেলতে মুখিয়ে রয়েছি। প্রথম শ্রেনির ম্য়াচ খেলে নিজের বোলিংয়ে উন্নতি করতে চাই। কেন্টে সতীর্থ এবং সমর্থকদের জন্য় ভালো পারফর্ম করতে চাই। রাহুল দ্রাবিড় ইতিমধ্যেই আমাকে কেন্ট ক্লাবের ঐতিহ্য় সম্পর্কে আমাকে জানিয়েছেন।’ কেরিয়ারে এখনও অবধি মাত্র সাতটি প্রথম শ্রেনির ম্য়াচ খেলেছেন অর্শদীপ সিং। ২৩.৮৪ গড়ে নিয়েছেন ২৫টি উইকেট। ইকোনমি ২.৯২। কেন্টের হয়ে খেলেছেন রাহুল দ্রাবিড়ও। জাতীয় দলে হেড কোচের প্রাক্তন ক্লাবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অর্শদীপ সিং।