
ক্যাপ্টেন কুল বলে পরিচিত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ঠাণ্ডা স্বভাবের জন্য বিশ্বজুড়ে তাঁর খ্যতি। মাঝে মাঝে তিনিও রাগেন। তাঁর রাগ নিয়ে সতীর্থরা যখনই কিছু বলেন, অনুরাগীদের আগ্রহ থাকে বিরাট। এ বারের আইপিএলে ফের ক্যাপ্টেনের দায়িত্বে দেখা যাচ্ছে ধোনিকে। আইপিএলে (IPL) ধোনি ও সিএসকে (CSK) যেন অভিন্ন হৃদয়। এই টিমেই অতীতে খেলতেন এক ক্রিকেটার, যিনি ধোনিকে রেগে যেতেও দেখেছেন। সম্প্রতি ডোয়েন স্মিথ তেমনই গল্প শুনিয়েছেন।
এক্স হ্যান্ডেলে প্রাক্তন সিএসকে ক্রিকেটার ডোয়েন স্মিথের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় তিনি এক সাক্ষাৎকার দিচ্ছেন। মুম্বই ও চেন্নাই দুই দলেই আইপিএলে খেলেছেন ডোয়েন স্মিথ। তাঁকে এর মধ্যে একটি দল বেছে নিত বলা হলে, তিনি সঙ্গে সঙ্গে বলেন, ‘চেন্নাই সুপার কিংস। আমি মুম্বইকেও ভালোবাসি। আমি চেন্নাইয়ের ভাইবস খুব পছন্দ করি। আর ধোনি বস। সব সময় থাকত। আমার পর্যবেক্ষণ বলতে হলে ধোনির একটা আলাদা বিষয় ছিল। তিনি সকল প্লেয়ারদের বুঝতে চাইতেন। যদি তাঁকে কেউ রাগিয়ে দিতে পারে, তা হলে বুঝতে হবে সত্যিই কিছু খারাপ করেছে কেউ।’
এরপর ডোয়েন স্মিথ জানান, ধোনির রাগের ২টো ঘটনা তাঁর মনে পড়ছে। প্রাক্তন সিএসকে ক্রিকেটার জানান, একসময় সিএসকের টিম হোটেলে ধোনি বাইরে থেকে কিছু খাবার অর্ডার করেছিলেন। তা সেই হোটেলের স্টাফরা ধোনির রুমে দিতে নারাজ ছিলেন। এই ঘটনায় রেগে আগুন হয়ে যান ধোনি। রাতারাতি টিমের সকলকে নিয়ে অন্য হোটেলে পৌঁছে যান ধোনি।
এ ছাড়া এক ম্যাচে অশ্বিনের উপর ধোনিকে রেগে যেতে দেখিছিলেন স্মিথ। সেই প্রসঙ্গে বলেন, ‘এক ম্যাচে অশ্বিন ক্যাচ মিস করেছিল। একটা রেগুলেশন ক্যাচ ছিল। ধোনি সেই সময় ওকে স্লিপ থেকে সরিয়ে দেয়। এবং অন্য় একজনকে সেখানে নিয়ে আসেন। সেই প্রথম বার আমি ওকে রেগে যেতে দেখেছিলাম।’
Q: Chennai or Mumbai?
Dwayne Smith: Chennai 💛
Also talked about Dhoni the boss. pic.twitter.com/ivdVJZGxl6
— ` (@WorshipDhoni) April 17, 2025