Virat Kohli: ও তো জল বয়! মুশিরকে কটাক্ষ বিরাট কোহলির, চটলেন নেটিজ়েনরা

RCB vs PBKS, IPL 2025: পঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে ১৮তম আইপিএলের ফাইনালে উঠেছে আরসিবি। এই নিয়ে চতুর্থ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আরসিবি। একদিকে বেঙ্গালুরু সেলিব্রেশনে মত্ত, অপরদিকে নেটিজ়েনরা কোহলিকে নিয়ে সমালোচনায় মত্ত। 

Virat Kohli: ও তো জল বয়! মুশিরকে কটাক্ষ বিরাট কোহলির, চটলেন নেটিজ়েনরা
ও তো জল বয়! মুশিরকে কটাক্ষ বিরাট কোহলির, চটলেন নেটিজ়েনরাImage Credit source: BCCI

May 30, 2025 | 1:12 PM

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) মাঠে থাকা মানে দলের কোনও ক্রিকেটার যেন ঝিমিয়ে থাকতে পারেন না। আরসিবির ক্যাপ্টেন খাতায়-কলমে রজত পাতিদার। কিন্তু বিরাট কোহলি যখন মাঠে উপস্থিত থাকেন, সেই সময় ফিল্ড সাজানো থেকে শুরু করে টিমের সকলকে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নেন বিরাট। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তেমনই ছবি দেখা গেল। শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে আরসিবি দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে। পেয়েছে আইপিএল ফাইনালের টিকিট। একদিকে আরসিবি শিবিরে খুশির হাওয়া, অন্যদিকে নেটিজ়েনরা খানিক চটেছেন বিরাট কোহলির উপর। কারণ, তরুণ ক্রিকেটার মুশিরকে খোঁচা দিয়ে ফেলেছেন বিরাট! 

বিষয়টা ঠিক কী? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে নবম ওভার চলাকালীন বিরাট কোহলি পঞ্জাবের ক্রিকেটার মুশির খানকে উদ্দেশ্য করে বলেন, ‘ও তো জল বয়।’ পঞ্জাবের ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন মুশির খান। তিনি নামতেই কোহলি যেন স্লেজিং পন্থা অবলম্বন করেন। তাতেই নেটিজ়েনদের ক্ষোভ। 

প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন বিরাট। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মুশির প্রথম ডেলিভারি ফেস করার জন্য তৈরি হচ্ছিলেন, সেই সময় বিরাট তাঁকে ওই রকম মন্তব্য করেন। স্টাম্প মাইকে বিরাটের কথোপকথন ধরা পড়েছে। একাধিক নেটিজ়েন কোহলির থেকে এমন আচরণ আশা করেননি। তাই তাঁরা আশাহত হয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবারের ম্যাচে ৩ বল খেলে মুশির শূন্যে ফেরেন। আরসিবি এই ম্যাচ জিতলেও বিরাট কোহলির ব্যাট চলেনি। ১২ বলে তিনি ১২ রান করেন।