AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: বাবর-শাহিনদের ছাড়াই! ৩ বছর পর দেশে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের

Pakistan vs England: শান মাসুদের দল মরিয়া ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার জন্য। আর হলও তাই। ৩ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। সাজিদ খান ও নোমান আলির দাপুটে বোলিংয়ের সুবাদে পাকিস্তান ইংল্যান্ডকে চাপে ফেলেছিল।

Pakistan Cricket: বাবর-শাহিনদের ছাড়াই! ৩ বছর পর দেশে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের
Pakistan Cricket: বাবর-শাহিনদের ছাড়াই! ৩ বছর পর দেশে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের
| Updated on: Oct 26, 2024 | 1:26 PM
Share

কলকাতা: পাকিস্তানের দুই স্পিনারকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। প্রথম জন সাজিদ খান। আর দ্বিতীয় জন নোমান আলি। রাওয়ালপিন্ডিতে এই দুই পাক বোলার ইংল্যান্ডের ক্রিকেটেরদের নিয়ে কার্যত ছিনিমিনি খেললেন। তাঁরা দু’জন ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১৯টি উইকেট নিয়েছেন তৃতীয় টেস্টে। টস জিতে ব্যাটিং বেছেছিলেন ইংল্যান্ডের (England) ক্যাপ্টেন বেন স্টোকস। এই ম্যাচের আগে তিন টেস্টের সিরিজ দাঁড়িয়েছিল ১-১। যার ফলে শান মাসুদের দল মরিয়া ছিল সিরিজ জেতার জন্য। আর হলও তাই। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের এই সিরিজের শেষ ২ টেস্টে বাদ দেওয়া নিয়ে পাক ক্রিকেট উত্তাল হয়েছিল। সেই তারকাদের ছাড়াই পাক ক্রিকেট টিম ইংল্যান্ড সিরিজ উতরে দিল। ৩ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিতল পাকিস্তান (Pakistan)

বেন ডাকেট হাফসেঞ্চুরি করেছিলেন। জেমি স্মিথ ৮৯ রানের ইনিংস খেলেন। সেই সুবাদে প্রথম ইনিংসে ২৬৭ রানে অল আউট হয় পাকিস্তান। ৬ উইকেট নেন সাজিদ আর ৩টি উইকেট নোমানের। আর ১টি উইকেট নিয়েছিলেন জাহিদ মাহমুদ। এরপর পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান সৌদ শাকিল। নোমান ও সাজিদ বল হাতে অবদান রাখার পর ব্যাটিংয়েও ভালো পারফর্ম করেন। ৪৫ রান করেন নোমান। ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ। প্রথম ইনিংসে ৩৪৪ রানে অল আউট হয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। বেন স্টোকসের দলের কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। ৬টি উইকেট তুলে নেন নোমান আর ৪ উইকেট ঝুলিতে ভরেন সাজিদ। এরপর পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩৬। মাত্র ৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলে ফেলে পাকিস্তান। ৯ উইকেটে জয় সাজিদদের। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নেন শান মাসুদরা।