Naseem Shah-Urvashi Rautela Realationship : দিল হ্যায়, প্যায়ার নেহি? পাক পেসার ও ভারতীয় সুন্দরীর গল্পে নয়া মোড়!
Naseem Shah-Urvashi Rautela : কয়েকদিন আগে তরুণ পাক পেসার নাসিম শাহর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল এক সাংবাদিক বৈঠকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সেখানে তাঁকে ঊর্বশী রাউতেলাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে প্রথমে নাসিম হাসতে হাসতে বলেন যে, ‘আমি কিছু বললেই আপনারা ভাইরাল করে দেবেন।’

করাচি : ঊর্বশীতেও ধ্যান ভাঙছে না। বরং, এতদিন যে প্রচার ছিল, তা-ই নস্যাৎ করে দিলেন তরুণ পাক পেসার। আশ্চর্যের হল, যে জন্মদিনের শুভেচ্ছা এবং পাল্টা রিপ্লাই নিয়ে এতদিন খবরের পর খবর হয়েছে, আসলে সে সব ভিত্তিহীন। সুন্দরীর জবাবে পাকিস্তানি পেস বোলার নাকি কমেন্টই করেননি। তা হলে তাঁর ব্লু টিক অ্যাকাউন্ট দেখাচ্ছে কেন? রীতিমতো রহস্যজনক ব্যাপার। প্রেমে রহস্য থাকবে না, হয় নাকি! আর সেই প্রেমের সম্পর্কে যদি ভারত-পাক সম্পর্ক থাকে? তা হলে তো কথাই নেই। ২২ গজের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান (India vs Pakistan) যখনই মুখোমুখি হয়েছে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এ বার দুই দেশের দুই তরুণ ক্রিকেটারের সঙ্গে এক বলিউড তারকার নাম জড়িয়েছে। দীর্ঘদিন ধরে ঋষভ পন্থের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সম্প্রতি পাকিস্তানের তরুণ ক্রিকেটার নাসিম শাহর (Naseem Shah) সঙ্গে জুড়েছে ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) নাম। আসল ঘটনা কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি নাসিম শাহর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড তারকা ঊর্বশী রাউতেলা। সেই শুভেচ্ছাবার্তাতে ‘ধন্যবাদ’ জানিয়েছিলেন নাসিম শাহ। এ বার জানা গিয়েছে, ঊর্বশীকে ধন্যবাদ জানিয়ে কমেন্টটি নাসিম নিজে করেননি। সম্প্রতি পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসিম শাহ জানিয়েছেন তিনি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল খুব একটা দেখেন না। বরং নাসিমের ইন্সটাগ্রাম প্রোফাইল সামলান তাঁর ম্যানেজার। তাই নাসিম তাঁর ম্যানেজারকে বলেছিলেন কেউ যদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তা হলে তাঁর কমেন্টে যেন তিনি রিপ্লাই দেন। এই বিষয়ে নাসিম বলেন, ‘আমি জানতাম না যে ও (ম্যানেজার) সকলকে থ্যাঙ্ক ইউ বলেছে।’

নাসিম শাহর জন্মদিনে ঊর্বশী রাউতেলা শুভেচ্ছা জানানোর স্ক্রিনশট।
এরপরই ঊর্বশীকে নিয়ে নাসিমকে জিজ্ঞাসা করা হয়। যে তিনি ঊর্বশীকে পছন্দ করেন কিনা। তার উত্তরে নাসিম বলেন, ‘সবাই মানুষ, সবাই ভালো এবং আমি সব মানুষকে পছন্দ করি, কিন্তু আমি ব্যক্তিগত স্তরে কোনও কিছু নিয়ে যাচ্ছি না।’ প্রসঙ্গত, নাসিমকে প্রশ্ন করা হয় ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে এলে ঊর্বশীর সঙ্গে দেখা করার তাঁর কোনও পরিকল্পনা রয়েছে কিনা। তাতে নাসিম জানান, তিনি এই ধরণের কোনও পরিকল্পনা করেননি।
