AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imad Wasim: ক্রিকেট থেকে হঠাৎ অবসর! ১৩ মাসে দ্বিতীয়বার, আবার ফিরবেন ইমাদ ওয়াসিম?

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে অকাল অবসরের ঘটনা নতুন নয়। অনেক তারকাই ঘনঘন অবসর নিয়েছেন। ফিরেও এসেছেন। ইমরান খান যেমন। ১৯৮৭ সালে অবসর নিয়ে আবার ফিরে এসেছিলেন ক্রিকেটে। জাভেদ মিয়াঁদাদও তাই। ১৯৯৪ সালে অবসর নিয়ে আবার ফিরে আসেন। সবাইকে টপকে গিয়েছেন সইদ আফ্রিদি।

Imad Wasim: ক্রিকেট থেকে হঠাৎ অবসর! ১৩ মাসে দ্বিতীয়বার, আবার ফিরবেন ইমাদ ওয়াসিম?
Imad Wasim: ক্রিকেট থেকে হঠাৎ অবসর! ১৩ মাসে দ্বিতীয়বার, আবার ফিরবেন ইমাদ ওয়াসিম?Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 5:00 PM
Share

কলকাতা: শীত পড়লেই কি অভিমান বাড়ে? ইমাদ ওয়াসিমই (Imad Wasim) দিতে পারবেন এর উত্তর। ঘটনা হল, শীত পড়লেই পাকিস্তানি ক্রিকেটারের অবসর নেওয়ার ইচ্ছে বেড়ে যায়। এ বারও যেমন হল। গত বছর নভেম্বরে হঠাৎই অবসর নিয়ে ফেলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ঘটনা করে জানিয়েও ছিলেন তাঁর সিদ্ধান্ত। বছর গড়াতে না গড়াতে, দিনক্ষণ ধরলে ঠিক ১৩ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাক অলরাউন্ডার। ইমাদের এ হেন সিদ্ধান্তের পর কেউ কেউ বলতে শুরু করেছেন, আগামী বছরে তিনি আবার ক্রিকেটে ফিরে এলে অবাক হওয়ার কিছু থাকবে না। সে সম্ভাবনা কি আছে?

পাকিস্তান ক্রিকেটে অকাল অবসরের ঘটনা নতুন নয়। অনেক তারকাই ঘনঘন অবসর নিয়েছেন। ফিরেও এসেছেন। ইমরান খান যেমন। ১৯৮৭ সালে অবসর নিয়ে আবার ফিরে এসেছিলেন ক্রিকেটে। জাভেদ মিয়াঁদাদও তাই। ১৯৯৪ সালে অবসর নিয়ে আবার ফিরে আসেন। সবাইকে টপকে গিয়েছেন সইদ আফ্রিদি। একাধিক বার অবসর নিয়েছেন। সবাইকে চমকে দিয়ে আবার ফিরেছেন ক্রিকেটে। যা কার্যত রেকর্ড হয়ে থেকে গিয়েছে পাকিস্তানে। ইমাদ কি আফ্রিদির মতো কিছু করে দেখাতে পারবেন? না, ইমাদের তেমন সম্ভাবনা নেই। ৩৫ বছরের ক্রিকেটার এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু পাক টিমের ভরাডুবি হয়েছিল। তারপর থেকে পাক ক্রিকেটে অনেক কিছু বদলেছে। নতুন প্রজন্ম এসে গিয়েছে। নির্বাচকরাও আর ইমাদের দিকে ফিরে তাকাননি। যে কারণে ইমাদের অভিমান রয়েছে। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। তাই খেলবেন বলে জানিয়েছেন।

পাকিস্তানের হয়ে দু’দফায় ৫৫টা ওয়ান ডে খেলেছেন ইমাদ। নিয়েছেন ৪৪টা উইকেটে। রান করেছেন ৯৮৬। ৭৫টা টি-টোয়েন্টি খেলে ৭৩টা উইকেট নেওয়ার পাশাপাশি ৫৫৪ রানও করেছেন। ইমাদ বোলার হিসেবে যতটা সফল, ব্যাটসম্য়ান হিসেবে ততটা নন। সেই কারণেই পরের দিকে জাতীয় টিমে অনিয়মিত হয়ে পড়েছিলেন। তাই কিছুটা বাধ্য হয়েই অবসর নিলেন ইমাদ ওয়াসিম।