Shaheen Shah Afridi: ২৩ বছরেই টেস্ট উইকেটের সেঞ্চুরি, শাহিন ছুঁলেন আক্রম-ইউনিসদের
SL vs PAK, 1st Test: শ্রীলঙ্কা সফরে গিয়েছে পাকিস্তান। সেখানে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে। গলে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
গল: একেই বলে কামব্যাক। এক বছর চোটের কারণে টেস্টে খেলা হয়নি পাকিস্তানের (Pakistan) তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi)। এ বার দেশের হয়ে টেস্ট ক্রিকেটে (Test Cricket) ফিরলেন শাহিন আফ্রিদি। আর কামব্যাক টেস্টে প্রথম উইকেট নিয়েই মাইলস্টোন গড়লেন শাহিন আফ্রিদি। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম উইকেট নিয়ে ১০০ উইকেটের (টেস্টে) রেকর্ড গড়লেন পাক তারকা পেসার। এক বছর আগে এই ভেনুতেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শাহিন আফ্রিদি। এ বার সেই ভেনুতেই টেস্টে কামব্যাক করে মাইলস্টোন গড়লেন। একইসঙ্গে এই কীর্তি গড়ে পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের ছুঁলেন শাহিন আফ্রিদি। কিন্তু কীভাবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শাহিন আফ্রিদির মাইলস্টোন – শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্টের আগে ২৫টি টেস্টে ৯৯টি উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। কেরিয়ারের ২৬তম টেস্টে ১০০ উইকেটের মালিক হলেন পাক পেসার। মাত্র ২৩ বছর বয়সে টেস্ট ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের ১৮তম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন শাহিন। পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসদের পর ২৩ বছর বয়সে তৃতীয় পাকিস্তানি জোরে বোলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন শাহিন আফ্রিদি।
শ্রীলঙ্কার ওপেনার নিশান মধুশঙ্কার উইকেট তুলে নিয়ে টেস্ট কেরিয়ারের ১০০তম উইকেট পূর্ণ করেন শাহিন আফ্রিদি। উল্লেখ্য, লাঞ্চ বিরতির মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। তার মধ্যে লাঞ্চ ব্রেক অবধি পাক পেসার শাহিন আফ্রিদিই নেন ৩টি উইকেট। ৮ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। আপাতত তাঁর টেস্ট উইকেটের সংখ্যা দাঁড়াল ১০২।
1️⃣st Test wicket: Tom Latham lbw in Abu Dhabi, 2018 1️⃣0️⃣0️⃣th Test wicket: Nishan Madushka c Sarfaraz Ahmed in Galle, 2023
Congratulations @iShaheenAfridi on completing a ? of wickets ?#SLvPAK pic.twitter.com/w2dlfmgnkv
— Pakistan Cricket (@TheRealPCB) July 16, 2023
উল্লেখ্য, এখনও অবধি পাকিস্তানের হয়ে ৩৫টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে খেলে ৭০টি উইকেট নিয়েছেন শাহিন। আর দেশের জার্সিতে ১৫৭টি টি-২০ ম্যাচে খেলে ২২৩টি উইকেট নিয়েছেন শাহিন।