IND vs PAK: ভারতকে হারাতে না পারলে বদলে ফেলবেন নিজের নাম! পাক প্রধানমন্ত্রীর মন্তব্যে বিরাট হইচই

ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে সবকটি ম্যাচ খেলছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে এই হাইভোল্টেজ ম্যাচের আগে সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ভারতকে যদি পাকিস্তান হারাতে না পারে, তা হলে তিনি নাম বদলে ফেলবেন।

IND vs PAK: ভারতকে হারাতে না পারলে বদলে ফেলবেন নিজের নাম! পাক প্রধানমন্ত্রীর মন্তব্যে বিরাট হইচই
ভারতকে হারাতে না পারলে বদলে ফেলবেন নিজের নাম! পাক প্রধানমন্ত্রীর মন্তব্যে বিরাট হইচইImage Credit source: Getty Images

Feb 23, 2025 | 3:18 PM

দুবাই: মরুশহরে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের উত্তাপ ২২ গজের বাইরেও প্রভাব ফেলেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) এক মন্তব্য ঘিরে তোলপাড় চলছে। আসলে শনিবার তিনি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ভারতকে হারাতে না পারলে তিনি নিজের নামই বদলে ফেলবেন। অবশ্য তিনি রবিবাসরীয় মিনি বিশ্বকাপের ম্যাচ নিয়ে কিছু বলেননি। তবুও তাঁর মন্তব্য ঘিরে জোর আলোচনা চলছে।

পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “আমরা একদিন না একদিন ভারতকে পিছনে ফেলে দেব। আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরিফ নয়। যতদিন আমার প্রাণ থাকবে, আমরা পাকিস্তানকে একটা দারুণ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব। আমরা ভারতের থেকেও এগিয়ে যাব।”

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ওই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োর কমেন্টে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘শাহবাজ শরিফ ভারতকে হারাতে চান, কিন্তু পাকিস্তানে ওয়াইফাই সিগন্যালেই সমস্যা রয়েছে। ভারতকে লক্ষ্য করার আগে ডেঙ্গু, ঋণের বোঝাকে হারাও।’


অপর এক এক্স ব্যবহারকারী ওই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘ভাই ভারতকে পরে হারাবে, আগে নিজেদের অবস্থাকে হারাও।’