
দুবাই: মরুশহরে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের উত্তাপ ২২ গজের বাইরেও প্রভাব ফেলেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) এক মন্তব্য ঘিরে তোলপাড় চলছে। আসলে শনিবার তিনি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ভারতকে হারাতে না পারলে তিনি নিজের নামই বদলে ফেলবেন। অবশ্য তিনি রবিবাসরীয় মিনি বিশ্বকাপের ম্যাচ নিয়ে কিছু বলেননি। তবুও তাঁর মন্তব্য ঘিরে জোর আলোচনা চলছে।
পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “আমরা একদিন না একদিন ভারতকে পিছনে ফেলে দেব। আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরিফ নয়। যতদিন আমার প্রাণ থাকবে, আমরা পাকিস্তানকে একটা দারুণ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব। আমরা ভারতের থেকেও এগিয়ে যাব।”
If I don’t defeat #India, my name is not Shehbaz Sharif,” says PM Shehbaz, pledging to outpace regional rivals like India in development. Speaking in Dera Ghazi Khan, he emphasized the need for unprecedented federal-provincial collaboration to steer Pakistan towards progress.… pic.twitter.com/nQudEuLH2K
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) February 22, 2025
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ওই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োর কমেন্টে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘শাহবাজ শরিফ ভারতকে হারাতে চান, কিন্তু পাকিস্তানে ওয়াইফাই সিগন্যালেই সমস্যা রয়েছে। ভারতকে লক্ষ্য করার আগে ডেঙ্গু, ঋণের বোঝাকে হারাও।’
Shehbaz Sharif wants to defeat India, but even WiFi signals struggle to stay strong in Pakistan
First defeat dengue, debt, and default before aiming for India 😄
— BlueGreen Planet (@De_le_Vega) February 23, 2025
অপর এক এক্স ব্যবহারকারী ওই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘ভাই ভারতকে পরে হারাবে, আগে নিজেদের অবস্থাকে হারাও।’
Bhai India ko baad me harana pahle apne haalaaton ko hara do.
— Bruce Patel (@BruceWayne_42) February 23, 2025