
অবিশ্বাস্য। আর কীই বা বলা যায় শ্রেয়স আইয়ারের ইনিংসে। আইপিএলে ক্যাপ্টেন হিসেবে ৫০তম জয়। তাও আবার কোয়ালিফায়ারের মতো হাইভোল্টেজ ম্যাচে। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০৪ রান টার্গেট। এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় পঞ্জাব কিংসের। পঞ্জাবকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে আগেই জায়গা করে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে পঞ্জাব কিংস। নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল। ফাইনালে ক্যাপ্টেন্স নক শ্রেয়স আইয়ারের। ৮৭ রানের অপরাজিত ইনিংস শ্রেয়সের। সেই ২০১৪ সালের পর ফাইনালে পঞ্জাব। ক্যাপ্টেন শ্রেয়স নতুন ইতিহাস গড়ার মুখে। আইপিএলে (IPL) পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের যাবতীয় তথ্য TV9 Bangla-র এই লাইভব্লগে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। তাদের সামনে এ বার পঞ্জাব। পাঁচ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে শ্রেয়সরা। বিস্তারিত পড়ুন: আইপিএলে নতুন চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন শ্রেয়স দ্বিতীয়বার ফাইনালে তুললেন পঞ্জাবকে
ইনিংসের শুরুটা করেছিলেন সতর্ক। অতিরিক্ত তাড়াহুড়ো করতে চাননি। প্রায় ২ ওভারের মতো ক্রিজে কাটিয়ে পরিস্থিতি বুঝে নিয়েছিলেন। এরপর ঠান্ডা মাথার ইনিংস। হাফসেঞ্চুরিও পার। প্রীতির হাতে ৯৬ লেখা কার্ড। শ্রেয়সকে চিয়ার করতেই তাঁর জার্সি নম্বর লেখা কার্ড।
ইনিংসের ১৩তম ওভার। বোলিংয়ে রিস টপলি। প্রথম ডেলিভারিতে সিঙ্গল নিয়ে শ্রেয়সকে স্ট্রাইক দেন নেহাল। ছয়ের হ্যাটট্রিকে জমিয়ে দেন। শেষ দুটি ডেলিভারি ডট বল।
ট্রেন্ট বোল্ট অন্যতম সেরা ফিল্ডার। তাঁকে দুর্দান্ত ক্যাচ নিতেও দেখা গিয়েছে। নেহাল ওয়াদেরার সহজ ক্যাচ ফসকে গেল বোল্টের হাত থেকেই। সঙ্গে বাউন্ডারিও। বোলার হার্দিক, মুম্বই শিবিরে হতাশা।
হার্দিকের স্লোয়ার বাউন্সার। সামান্য ব্যাট। আবেদনও জোরালো নয়। আম্পায়ার নীতীন মেনন আউট দিয়েছিলেন। রিভিউ নেন জশ ইংলিশ। যদিও স্নিকোতে ধরা পড়ে, ব্যাটে বল লেগেছে। হার্দিকের ব্রেক থ্রু ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। ক্রিজে শ্রেয়সের সঙ্গে যোগ দিয়েছেন বাঁ হাতি ব্যাটার নেহাল ওয়াদেরা। ওভারে মাত্র ২ রান দিয়ে জশের উইকেট নেন হার্দিক।
বোল্টের প্রথম ওভারে এসেছিল ৫ রান। এর মধ্যে একটি বাউন্ডারি মেরেছিলেন প্রভসিমরন। দ্বিতীয় ওভারে এসেই প্রভসিমরনকে তুলে নিলেন বোল্ট। এর জন্য কৃতিত্ব প্রাপ্য মুম্বইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা রিস টপলিরও। অনেকটা দৌড়ে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন।
পঞ্জাবের টার্গেট ২০৪। সিঙ্গল নিয়ে প্রভসিমরনকে স্ট্রাইক দেন প্রিয়াংশ। বোল্টের বিরুদ্ধে দুর্দান্ত একটা বাউন্ডারি। আর কোনও রান দেননি প্রথম ওভারে। বাউন্ডারির পর দুর্দান্ত প্রথম ওভার। উল্টোদিক থেকে আর এক বাঁ হাতি পেসার রিস টপলি।
পরপর স্কাই এবং তিলকের উইকেটে মনে হয়েছিল, ২০০ অবধি পৌঁছনো কঠিন। ম্যাচ পঞ্জাব কিংসের হাতে ছিল বলা যায়। কিন্তু হার্দিক ও নমন ধির স্লগ ওভারে ভালো ব্যাটিং করছেন। তেমনই হতাশার ফিল্ডিং পঞ্জাব কিংসের। দুটো বাউন্ডারি কার্যত উপহার হিসেবে দিয়েছেন। মুম্বই ২০০ পেরোলে রাস্তা কঠিন পঞ্জাব কিংসের।
স্পেলের শেষ ওভারে স্কাইকে ফিরিয়েছিলেন চাহাল। পরের ওভারের শুরুতেই আর এক সেট ব্যাটার তিলক ভার্মার উইকেট। কাইল জেমিসনের বোলিংয়ে বড় শট খেলার চেষ্টায় বল অনেক উচুঁতে। অনেকটা দৌড়ে দুর্দান্ত ক্যাচ প্রিয়াংশ আর্যর। দুই সেট ব্যাটার আউট। ক্রিজে ক্যাপ্টেন হার্দিকের সঙ্গে যোগ দিলেন নমন ধির। ম্যাচ ঘোড়ানো মুহূর্ত হতে পারে।
আইপিএলে চাহালের বিরুদ্ধে চাপের পরিসংখ্যান ছিল সূর্যকুমার যাদবের। তিন বার আউট হয়েছিলেন চাহালের বোলিংয়ে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এই দ্বৈরথে নজর ছিল। স্পেলের শেষ ওভারে স্কাইকে ফেরালেন সেই চাহালই। ৪ ওভারে ৩৯ রান দিয়ে স্কাইয়ের উইকেট। স্পেল শেষ চাহালের।
যুজবেন্দ্র চাহালকে বুদ্ধির সঙ্গে সামলাচ্ছেন তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। বাকিদের আক্রমণ করার চেষ্টা। তবে পিচ কিছুটা স্লো। ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। অনেক বড় শটই কানেক্ট হচ্ছে না।
বিধ্বংসী ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। গতির হেরফের করে তাঁকে বিব্রত করেন বিজয়কুমার বিশাখ। স্লোয়ার বাউন্সারের পর ফুল লেন্থ ডেলিভারিই করেছিলেন। বেয়ারস্টো বলের গতি কাজে লাগিয়ে ব়্যাম্প শট খেলার চেষ্টা করেন। যদিও নাকল ডেলিভারি ছিল। গতি কম। কিপারের হাতে ক্যাচ। বেয়ারস্টো ফেরায় ক্রিজে স্কাই। আর তিনি আসতেই চাহালকে আক্রমণে আনল পঞ্জাব কিংস।
ইনিংসের দ্বিতীয় ওভারে ক্যাচ পড়েছিল রোহিতের। যদিও তৃতীয় ওভারেই আউট রোহিত। তিলক ভার্মা যোগ দেন বেয়ারস্টোর সঙ্গে। বিধ্বংসী ব্যাটিং বেয়ারস্টোর। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
দ্বিতীয় ওভারে ক্য়াচ ফসকেছিল। মিডিয়াম পেসার মার্কাস স্টইনিসকে তৃতীয় ওভারে বোলিংয়ে আনা হয়। পুল শট খেলেছিলেন রোহিত। যদিও নিখুঁত টাইমিং হয়নি। ডিপ স্কোয়ার লেগে বিজয়কুমার বিশাখের সহজ ক্যাচ। ৭ বলে ৮ রানে শেষ রোহিতের ইনিংস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে তিনটি ক্যাচ ফসকেছিল গুজরাট টাইটান্স। রোহিতের ক্যাচ দু-বার মিস। যার ফল ভুগতে হয়েছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে ইনিংসের দ্বিতীয় ওভারে কাইল জেমিসনের বোলিংয়ে রোহিতের মিস হিট। মরিয়া চেষ্টা। বল অবধি পৌঁছেও গিয়েছিলেন আজমতুল্লা ওমরজাই। যদিও ক্যাচ মিস।
বৃষ্টি আপাতত নেই। প্লেয়াররা ওয়ার্ম আপে ব্যস্ত। আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। খুব তাড়াতাড়িই ম্যাচ শুরুর সময় ঘোষণা। বোর্ডের তরফে জানানো হয়েছে, ৯.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। ওভার কমছে না। প্লে-অফের জন্য পরিবর্তিত প্লেয়িং কন্ডিশন।
বৃষ্টি পুরোপুরি কমেনি। তবে খেলা শুরু করার জন্য মাঠ রেডি করার কাজ শুরু। সুপার সপার নামানো হয়েছে। মাঠকর্মীরা দ্রুত মাঠ রেডির চেষ্টা করছেন। প্লেয়াররাও মাঠে নেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। রিভাইসড প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ৯.৪০টার মধ্যে খেলা শুরু না হলে ওভার কমবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল আমেদাবাদে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার। বৃষ্টির জন্য এখনও ম্যাচ শুরু করা যায়নি। স্টেডিয়ামের যে জায়গায় শেড নেই, বৃষ্টির ধার বাড়তে থাকায়, সমর্থকরা আশ্রয় খুঁজছেন। প্লেয়াররা ওয়ার্ম আপ শুরু করলেও ড্রেসিংরুমে ফিরতে হয়েছে। ৯.৩০-র মধ্যে খেলা শুরু না হলে ওভার কমতে থাকবে।
বৃষ্টি থামছে, আবারও ফিরছে। প্লেয়াররা ওয়ার্ম আপে ফিরেছিলেন। ম্যাচ শুরুর কথা ছিল ৮.২৫ এ। তা হয়নি। আকাশে কালো মেঘ। কতক্ষণে ম্যাচ শুরু করা যাবে, এ নিয়ে চিন্তা থাকছেই। ম্যাচ না হলে কী হবে? আরও একবার দেখে নিন বিস্তারিত: আইপিএলে হাফডজন ট্রফি ও MI-এর মাঝে কাঁটা বৃষ্টি! দ্বিতীয় কোয়ালিফায়ারে বরুণদেবের নজর পড়লে কোন দল উঠবে ফাইনালে?
প্লেয়াররা ওয়ার্ম আপ করছেন। তবে আরও কিছুটা সময় লাগবে ম্যাচ শুরু হতে। ফের বৃষ্টি নামলে অপেক্ষা বাড়বে। আপাতত বৃষ্টি থেমেছে। কভারও সরিয়ে নেওয়া হয়েছে। ৮.২৫-এ ম্যাচ শুরুর কথা। যদি না বৃষ্টি ফেরে।
আইপিএলের গ্রুপ পর্বের শেষ ৯টি ম্যাচেও প্লে-অফের নিয়ম কার্যকরা হয়েছিল। যদিও প্রয়োজন পড়েনি। যে সময় নিয়ম কার্যকর করা হয়, কোনও ম্যাচে আর বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টি সেই নিয়মের প্রসঙ্গে বলা যাক। ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা থাকে। অর্থাৎ ৯.৩০-এর মধ্যে শুরু করতে পারলে পুরো ওভারের ম্যাচ হতে পারে। এরপর থেকে ওভার কমতে থাকবে। অন্তত পাঁচ ওভারের ম্যাচের জন্য অপেক্ষা করা যেতে পারে সর্বাধিক ১১.৫৬ পর্যন্ত। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হবে।
টস অনেক আগেই হয়ে গিয়েছে। আম্পায়াররা মাঠে নামছিলেন। এমন সময় বৃষ্টি। ঢাকা হল পিচ এবং তার আশেপাশের এলাকা। পুরো ম্যাচ করার জন্য ১২০ মিনিট, অর্থাৎ ৯.৩০টা অবধি অপেক্ষা করা যাবে। এরপর ওভার কমতে থাকবে।
টস হার, ‘হোম’ গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে সমস্যা নেই, পরিষ্কার করে দিলেন হার্দিক।
পঞ্জাব কিংস একাদশ: প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং
ইমপ্যাক্ট সাব-প্রভসিমরন সিং, জাভিয়ের বার্টলেট, হরপ্রীত ব্রার, সূর্যাংশ শেড়গে, প্রবীণ দুবে
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নমন ধির, হার্দিক পান্ডিয়া, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, রিস টপলি
ইমপ্যাক্ট সাব-অশ্বিনী কুমার, শ্রীজিৎ কৃষ্ণন, রঘু শর্মা, রবিন মিঞ্জ, বেভন জেকবস
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত। মেঘলা আবহাওয়া, পিচ কভার দেওয়া ছিল, সে কারণেই এমন সিদ্ধান্ত, জানালেন শ্রেয়স। পঞ্জাব কিংসে ফিরছেন যুজবেন্দ্র চাহাল। চোটের জন্য গত তিন ম্যাচে তাঁকে পাননি শ্রেয়স। হার্দিক জানালেন, রিচার্ড গ্লেসনের পরিবর্তে রিস টপলি।
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। যে জিতবে ফাইনালে খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবির সামনে পড়বে না মুম্বই! কী ভাবে? বিস্তারিত পড়ুন: ফাইনালে MI এর মুখে নামতে হবে না আরসিবিকে, সামনে এল অবাক পরিসংখ্যান, মিলে গেলেই…
আইপিএলের জন্মলগ্ন থেকে প্রার্থনা ট্রফির। কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি। দীর্ঘ ১১ বছর পর প্লে-অফে উঠেছে দল। ফাইনাল নিশ্চিত করতে আজ জিততেই হবে। তার আগে প্রীতি জিন্টা যা করলেন… বিস্তারিত পড়ুন: কোলে আসুক ট্রফি, অম্বাজি মন্দিরে আরতি পঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার
মুম্বইয়ের লাক ফ্যাক্টর কি এ বারও কাজ করবে! শুরুটা মন্থর হলেও ছন্দে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। এলিমিনেটর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ফাইনালে? কী বলছেন রবিচন্দ্রন অশ্বিন, বিস্তারিত পড়ুন: সব সময় এমনটা হয়… মুম্বইয়ের ‘লাক-ফ্যাক্টর’ নিয়ে বড় কথা রবিচন্দ্রন অশ্বিনের
প্রকৃতির উপর কারও হাত নেই। তাকে নিয়ন্ত্রণ করা যায় না। আমেদাবাদে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। বৃষ্টি এলে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা থাকে প্লে-অফের ম্যাচে। তাতেও না হলে? বিস্তারিত পড়ুন: আইপিএলে হাফডজন ট্রফি ও MI-এর মাঝে কাঁটা বৃষ্টি! দ্বিতীয় কোয়ালিফায়ারে বরুণদেবের নজর পড়লে কোন দল উঠবে ফাইনালে?
আরসিবির সামনে কোন দল ফাইনালে উঠবে, তা ঠিক হবে আজ রাতেই। তার আগে দেখে নিন ম্যাচ প্রিভিউ: চাহাল ও চাহার চিন্তা! ফাইনালের শেষ লড়াইয়ে পঞ্জাব ও মুম্বই
আইপিএল কেরিয়ারে ক্যাপ্টেন হিসেবে জয়ের নিরিখে হাফসেঞ্চুরি করতে চাই আর একটা জয়। সেটা আজই হতে পারে। শ্রেয়স আইয়ার তারই অপেক্ষায়। অন্যদিকে, শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে যেতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্সও। কেরিয়ারের সবচেয়ে কঠিন হাফসেঞ্চুরির সামনে শ্রেয়স!