MI, IPL 2025: সব সময় এমনটা হয়… মুম্বইয়ের ‘লাক-ফ্যাক্টর’ নিয়ে বড় কথা রবিচন্দ্রন অশ্বিনের
Ravichandran Ashwin: প্লে অফের শেষ ম্যাচের আগে দেশের সিনিয়র তারকা ক্রিকেটার, যিনি আইপিএলে এই মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, সেই রবিচন্দ্রন অশ্বিন মুম্বই টিমের লাক ফ্যাক্টর নিয়ে কিছু কথা বলেছেন।

কলকাতা: পাঁচ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সামনে ষষ্ঠ ট্রফির হাতছানি। অবশ্য এ মরসুমে হার্দিক পান্ডিয়ার দল শুরুটা ভালো করেনি। পরে ঘুরে দাঁড়ায়। শুধু তাই নয়। লড়াই করতে করতে দ্বিতীয় কোয়ালিফায়ারেও পৌঁছে গিয়েছে মুম্বই। এ বার পঞ্জাব কিংসকে আজ, রবিবার আমেদাবাদে হারাতে পারলেই ফাইনালের মঞ্চ হবে মুম্বইয়ের। প্লে অফের শেষ ম্যাচের আগে দেশের সিনিয়র তারকা ক্রিকেটার, যিনি আইপিএলে এই মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, সেই রবিচন্দ্রন অশ্বিন মুম্বই টিমের লাক ফ্যাক্টর নিয়ে কিছু কথা বলেছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কী বলেছেন অশ্বিন?
মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্যের কথা বলতে গিয়ে অশ্বিন ফিরে যান ২০১৮ সালে। সেই সময় তিনি পঞ্জাব কিংসের (দলটার তখন নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব) অধিনায়ক ছিলেন। এক ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমি মুম্বই ইন্ডিয়ান্সের একটা বিষয় বরাবর দেখেছি। ২০১৮ সালে আমি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পঞ্জাব টিমের নেতৃত্ব দিচ্ছিলাম এক ম্যাচ। ওরা ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রায় ৮০-র কাছাকাছি ছিল। ম্যাচে কার্যত ছিলই না। হঠাৎ করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। যার ফলে ২০ মিনিটের একটা বিরতি হয়। এরপর যখন খেলা শুরু হয়, সেই সময় কায়রন পোলার্ড দুর্ধর্ষ খেলে। আর ওরা প্রায় ১৮০-২০০-র কাছাকাছি পৌঁছে যায়।’
অশ্বিন এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, ‘মুম্বই সব সময় ভাগ্যবান হয়। অবশ্যই ভাগ্য সকলের এক হয় না। তবে মুম্বই যেন কোথাও না কোথাও বরাবরই ভাগ্যের সঙ্গ পায়। আমাদের খুঁজে বের করতে হবে যে, ওরা এতটা লাকি কী করে।’ কথাগুলো শেষ করেই হাসতে শুরু করেন অশ্বিন।
Ashwin brutally owned MI 😭🤣 pic.twitter.com/AcJwd6OlhS
— ` (@virxj_18) May 31, 2025
