Narendra Modi meets Vaibhav Suryavanshi: আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

পাটনা এয়ারপোর্টে বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিহারের ছেলে বৈভবের পিঠ চাপড়ে দেওয়ার পাশাপাশি তাঁকে বিশেষ বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Narendra Modi meets Vaibhav Suryavanshi: আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

May 30, 2025 | 3:46 PM

কলকাতা: এ বারের আইপিএলে আলোড়ন ফেলেছেন বছর ১৪-র বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলে কার্যত তিনি শোরগোল ফেলে দিয়েছেন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ সকলে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) এর আগে বৈভবের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন। এ বার তাঁর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। বিহারের ছেলে বৈভবের পিঠ চাপড়ে দেওয়ার পাশাপাশি তাঁকে বিশেষ বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। 

আজ শুক্রবার, ৩০ মে বিহারের কারাকাটে জনসভা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই পাটনা এয়ারপোর্টে বৈভবের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বৈভবের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি ও বার্তা শেয়ার করেছেন মোদী। 

বৈভব ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর ৩টি ছবি শেয়ার করে ক্যাপশনে মোদী লিখেছেন, ‘পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং ওর পরিবারের সঙ্গে দেখা হল। ওর ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে। ওর ভবিষ্যতের জন্য আমার শুভেচ্ছা রইল।

উল্লেখ্য, এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর জন্য ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন। আর এ বার মোদী দেখা করলেন বৈভবের সঙ্গে। এই নিয়ে নানা মহলে চলছে চর্চা।