Rohit Sharma: সেমিফাইনালের আগে অজি শিবিরকে ‘মেপে’ রোহিত বললেন, ‘দুটো টিমের উপরই তো…’
ICC Champions Trophy 2025: অজি টিম যেমনই হোক না কেন, আইসিসি নকআউটে ভালো পারফর্ম করে। এ কথা উল্লেখ করার পাশাপাশি সেমিফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তার কথাও শোনা গিয়েছে রোহিত শর্মার মুখে।

দুবাই: বাইশ গজে ফের একটা ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথের সাক্ষী হতে চলেছে ক্রিকেট বিশ্ব। আগামিকাল, ৪ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিনি বিশ্বকাপের সেমিফাইনালে নামবে মেন ইন ব্লু। অজি টিম যেমনই হোক না কেন, আইসিসি নকআউটে ভালো পারফর্ম করে। এ কথা উল্লেখ করার পাশাপাশি সেমিফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তার কথাও শোনা গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচের আগের দিন প্রেস ফনফারেন্সে এসে নানা কথা বলে গেলেন রোহিত।
সেই ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর আইসিসি নকআউট ভারত আর অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। এ বার মিনি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগের ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “সেমিফাইনালে একটা দারুণ প্রতিপক্ষকে পেয়েছি। এ বার আমাদের কাজ সেটাই করা, যা আমরা শেষ ৩টে ম্যাচে করেছি। বাকি ম্যাচগুলোতে যে অ্যাপ্রোচ ছিল, সেটাই এই ম্যাচে ধরে রাখতে চাই। প্রতিপক্ষদের অবস্থা আমরা জানি এবং ওরা কেমন খেলছে সেটাও জানি। ম্যাচের মাঝে বেশ কিছুটা সময় চাপ থাকে। কিন্তু আজকাল খেলাটা এভাবেই চলছে। আর সেমিফাইনালের কথা বলতে গেলে, স্পষ্টতই ম্যাচ জেতার জন্য দুটো দলের উপরই চাপ থাকবে।”
প্যাট কামিন্স অজি টিমে নেই। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটার খেলছেন না মিনি বিশ্বকাপে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে দুর্বল বলতে নারাজ রোহিত। তিনি বলেন, “আমার মনে হয় আমরা যত বেশি মনোযোগ দেব একটা দল হিসেবে, প্লেয়ার হিসেবে, ব্যাটিং ইউনিট হিসেবে, বোলিং ইউনিট হিসেবে আমাদের কী করা উচিত, সেটাই আমাদের অনেক সাহায্য করবে। অস্ট্রেলিয়া বছরের পর বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেছে। একটা ভালো টিম। তাই, আমরা কিছুটা লড়াইয়ের প্রত্যাশা তো করবই। তাই আমি মনে করি আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে, আমরা শুধু কী করা উচিত তার উপর যেন মন দিই। আমাদের কাজগুলো করতে থাকি এবং সেই জিনিসগুলি ঠিক করি। এবং তারপর যা ফলাফল আসবে মেনে নেওয়া যাবে।”
