Chennai Super Kings: স্টোকসের বিকল্প হবেন কে, রায়াডুর বদলে কাকে নেবে ধোনির টিম?
CSK: বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর এখন আইপিএলে। নতুন বছরে শুরুতেই রয়েছে ক্রিকেটের কোটিপতি লিগ। সেই মতো তোরজোর শুরু করে দিয়েছে ফ্র্য়াঞ্চাইজিগুলো। ইতিমধ্যেই দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে রিলিজ করে দিয়েছে সিএসকে। ছেড়ে দেওয়া হয়েছে রায়ডুর মতো তারকাকেও। তবে তাঁদের জায়গায় আগামীতে ইয়েলো ব্রিগেডকে এগিয়ে নিয়ে যাবেন কারা? এই মুহূর্তে সিএসকের মাথায় রয়েছে বেশ কয়েকটি নাম।

কলকাতা: বছরের শুরুতেই বড় চমক। আসছে আইপিএল ২০২৪। যার জন্য সারাবছর ধরে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। যদিও এখনও আইপিএলের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি বিসিসিআইয়ের তরফে। তবে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মেগা ইভেন্ট নিয়ে মাতামাতি। চলতি মাসের ১৯ শে ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসলে নিলামের আসর। তার আগে ইচ্ছেমতো দল গুছিয়ে নেওয়ার সুযোগ এসেছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। সেই মতোই কোন প্লেয়ারদের ধরে রাখতে চান তারা ও কাদের ছেড়ে দিতে চান, তা জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিনি নিলামে সবার চোখ থাকবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের দিকে। তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ছেড়ে দিয়েছে ধোনির দল। এ ছাড়া রিলিজ করে দেওয়া হয়েছে অম্বতি রায়ডুকে। পার্সে ৩১.৮ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নেবে চেন্নাইয়ের দলটি। এখন বিষয় হল এই দুই তারকার বিকল্প হিসেবে কাদের দলে টানতে চাইবে সিএসকে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর এখন আইপিএলে। নতুন বছরে শুরুতেই রয়েছে ক্রিকেটের কোটিপতি লিগ। সেই মতো তোরজোর শুরু করে দিয়েছে ফ্র্য়াঞ্চাইজিগুলো। ইতিমধ্যেই দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে রিলিজ করে দিয়েছে সিএসকে। ছেড়ে দেওয়া হয়েছে রায়ডুর মতো তারকাকেও। তবে তাঁদের জায়গায় আগামীতে ইয়েলো ব্রিগেডকে এগিয়ে নিয়ে যাবেন কারা? এই মুহূর্তে সিএসকের মাথায় রয়েছে বেশ কয়েকটি নাম। তার মধ্যে অন্যতম হল কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে নিউজিল্যান্ডের জার্সিতে ফুল ফুটিয়েছেন এই তরুণ কিউয়ি ওপেনার। অভিষেকেই জাত চিনিয়েছেন রাচিন। ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আইপিএলের দর বাড়বে তাঁর। শোনা যাচ্ছে রাচিনের জন্য লড়তে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজিয যার মধ্যে অন্যতম ধোনির দল। নিলাম ঘরে কিউয়ি ইংয়স্টারকে দলে নেওয়ার জন্য লড়াইয়ে নামতে পারে চেন্নাই। এই মুহূর্তে স্টোকসের পরিবর্ত হিসেবে একজন অলরাউন্ডার প্রয়োজন চেন্নাইয়ে। তাই ধরে নেওয়া হচ্ছে স্টোকসের জায়গায় রাচিনকে চাইছে সিএসকে।
এ ছাড়া আরও এক কিউয়ি তারকা ড্যারল মিচেলের দিকেও নজর রয়েছে চেন্নাই সুপার কিংসের। দলে রবীন্দ্র জাডেজা, প্রশান্ত সোলাঙ্কি, মইন আলি এবং মিচেল স্যান্টনারের মতো তারকা থাকায় এই মুহূর্তে দক্ষ স্পিনারের দরকার নেই ধোনির দলের। মনে করা হচ্ছে রায়ডুর বিকল্প হিসেবে সিএসকের মাথায় রয়েছে মনীশ পান্ডে বা করুণ নায়ারের নাম।





