AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yorkshire : আবার বর্ণবিদ্বেষের অভিযোগ ক্রিকেটে

বর্ণবিদ্বেষের এই ঘটনা সামনে আসার পরই তোলপাড় শুরু হয়েছে ইংল্যান্ড ক্রিকেটে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইয়র্কশায়ারকে (Yorkshire) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন থেকে সাসপেন্ড করেছে। ইসিবির (ECB) মতে এই ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

Yorkshire : আবার বর্ণবিদ্বেষের অভিযোগ ক্রিকেটে
বিতর্কের কেন্দ্রে ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব। সৌ: টুইটার
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 7:44 PM
Share

লন্ডন: দিন দুয়েক আগের খবর। ইউরো ফাইনালে বর্ণবিদ্বেষের (racism) অভিযোগে জেলে পাঠানো হয়েছে এক ইংল্যান্ড (England) সমর্থককে। সেই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার ইংল্যান্ডে বর্ণবিদ্বেষের অভিযোগ। তবে এ বার ফুটবল নয় ক্রিকেটে। অভিযুক্ত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। ঘটনা কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারকে (Yorkshire) কেন্দ্র করে। অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক (Azeem Rafiq)। রফিক জানিয়েছেন, ইয়র্কশায়ারে খেলার সময় একাধিকবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন তিনি। ক্লাবকে জানিয়েও কোনও লাভ হয়নি। আজিমের অভিযোগকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন পাক পেসার রানা নাভেদ উল হাসান। ২০০৯ সালে তিনি ও আজিম রফিক একই সঙ্গে খেলেছেন ইয়র্কশায়ারের হয়ে। প্রাক্তন পাক পেসারের অভিযোগ এই সময় দলের অন্যতম ক্রিকেটার মাইকেল ভন একাধিকবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন দলের এশিয়ান ক্রিকেটারদের। তখন ইয়র্কশায়ারে খেলতেন এশিয়ার চার ক্রিকেটার। নাভেন উল হাসানের অভিযোগ, ”ভন বলত, তোমাদের মতো অনেকে চলে এসেছে। অনেকে। কিছু একটা করতে হবে আমাদের।” ইয়র্কশায়ারের আর এক ক্রিকেটার গ্যারি ব্যালেন্সও স্বীকার করেছেন তিনি আজিম রফিককে কিছু কটুক্তি করেছেন। অভিযোগ যতই উঠুক না কেন, ভন অবশ্য সে সব নস্যাত্‍ করে দিয়েছেন।

”এই অভিযোগ আমায় বড় আঘাত দিয়েছে। যেন মাথায় কেউ ইট ছুঁড়ে মেরেছে আমায়। প্রায় ৩০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছি আমি, কিন্তু ক্রিকেটার বা ধারাভাষ্যকার হিসেবে কখনই এমন কিছু বলিনি। এই অভিযোগ আস্বীকার করছি। ১১ বছর আগের ঘটনা নিয়ে এখন কেন কথা বলা হচ্ছে? তখন কেন কেউ কোনও কথা বলেনি। এতবড় অভিযোগ এর আগে আমায় সহ্য করতে হয়নি। আমি শেষ পর্যন্ত লড়াই করব। নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব আমি।” অভিযোগের পর মন্তব্য প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের।

বর্ণবিদ্বেষের এই ঘটনা সামনে আসার পরই তোলপাড় শুরু হয়েছে ইংল্যান্ড ক্রিকেটে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইয়র্কশায়ারকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন থেকে সাসপেন্ড করেছে। ইসিবির (ECB) মতে এই ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত হবে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি ইয়র্কশায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইয়র্কশায়ারের চেয়ারম্যান রজার হটন। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ইয়র্কশায়ার ক্লাবও। বর্ণবিদ্বেষের অভিযোগে ইংল্যান্ড ক্রিকেট তোলপাড়। আগামী কয়েকদিনও যে এই নিয়ে কথাবার্তা বা অভিযোগ ও পাল্টা অভিযোগ চলবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : India vs Scotland Live Score, T20 World Cup 2021: স্কটদের ইনিংস শুরু, ওপেনিংয়ে মুনসি-কোয়ের্টজার