নয়াদিল্লি: আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই হার্দিক পান্ডিয়ার দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) চাপে পড়ে গিয়েছিল। এ বারের মেগা নিলাম থেকে ২ কোটি টাকা দিয়ে কেনা ইংল্যান্ডের (England) তারকা ব্যাটার জেসন রয় (Jason Roy), বাবল ক্লান্তির কথা উল্লেখ করে আইপিএল-১৫ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান গুজরাত টিম ম্যানেজমেন্টকে। ফলে রয়ের সার্ভিস পাচ্ছে না আইপিএলের নতুন দল গুজরাত একথা ঠিক। বেশ কয়েকদিন ধরে আশিষ নেহরারা রয়ের বদলি খুঁজছিলেন। আজ, বুধবার আইপিএল ও গুজরাত টাইটান্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রয়ের বদলি হিসেবে কে এলেন গুজরাতে।
জেসন রয়ের বদলি হিসেবে গুজরাতে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। কিন্তু কে এই গুরবাজ? আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার হলেন গুরবাজ। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়েছে গুরবাজের। এবং গত বছরের জানুয়ারিতে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। ২০ বছর বয়সী এই ডান হাতি ব্যাটার এখনও পর্যন্ত দেশের হয়ে ৯টি ওয়ান ডে-তে খেলেছেন। তাতে সংগ্রহ ৪২৮ রান। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরিও। পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটের অভিষেক ম্যাচে সেঞ্চুরির রেকর্ডও রয়েছে গুরবাজের নামের পাশে। এবং ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলে তাঁর সংগ্রহ ৫৩৪ রান। যার মধ্য়ে রয়েছে ৩টি হাফসেঞ্চুরি।
Welcome home, Gurbaz bhai! ?
Aapda debut ma pan ? joiye che.#GujaratTitans pic.twitter.com/nHa1a7IrAh
— Gujarat Titans (@gujarat_titans) March 9, 2022
৫০ লক্ষ টাকা বেস প্রাইসে হার্দিক পান্ডিয়াদের দলে যোগ দিলেন গুরবাজ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টি-২০ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরবাজের। মাত্র ২০ বছর বয়সেই তিনি পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন। এ বার তিনি খেলতে চলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। যদিও মেগা নিলামে অবিক্রিত ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে জেসন রয় আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোয় শিকে ছিঁড়ল গুরবাজের।
আরও পড়ুন: IPL 2022 PBKS Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে পঞ্জাব কিংসের সূচি
আরও পড়ুন: IPL 2022 RCB Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে আরসিবির সূচি
আরও পড়ুন: IPL 2022: রাবাডা-নর্টজেদের আইপিএলে পেতে গ্রেম স্মিথের কাছে দরবার বিসিসিআইয়ের