Rahul Dravid: দ্রাবিড় যুগের অবসান, শেষ বেলাতেও মন জয় করলেন দ্য ওয়াল

বিশ্বজয়ীদের জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। ভারতীয় হেড কোচ ও সাপোর্ট স্টাফদের প্রত্যেকের ২.৫ কোটি টাকা পাওয়ার কথা। কিন্তু রাহুল দ্রাবিড়কে ৫ কোটি টাকা দেওয়া হচ্ছিল।

Rahul Dravid: দ্রাবিড় যুগের অবসান, শেষ বেলাতেও মন জয় করলেন দ্য ওয়াল
Rahul Dravid: দ্রাবিড় যুগের অবসান, শেষ বেলাতেও মন জয় করলেন দ্য ওয়াল Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 10, 2024 | 3:30 PM

কলকাতা: রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বরাবরই অন্যদের থেকে আলাদা। ভারতীয় ক্রিকেটে এমনি এমনি তিনি দ্য ওয়াল নামে পরিচিত নন। তাঁর কোচিংয়ে সদ্য টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফির খরা কেটেছে। বার্বাডোজে বিশ্বজয় করেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। বিশ্বজয়ীদের জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) স্কোয়াডে থাকা ১৫জন ক্রিকেটাররা ৫ কোটি টাকা পাচ্ছেন। সেই মতো দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি টাকা পেয়েছেন। কিন্তু তিনি তা নেননি। বরং ফিরিয়ে দিয়েছেন বোর্ডকে।

আসলে ভারতীয় হেড কোচ ও সাপোর্ট স্টাফদের প্রত্যেকের ২.৫ কোটি টাকা পাওয়ার কথা। কিন্তু রাহুল দ্রাবিড়কে ৫ কোটি টাকা দেওয়া হচ্ছিল। সেই বোনাস নিতে না চাওয়া রাহুল দ্রাবিড়ের বক্তব্য তাঁর সাপোর্ট স্টাফদেরও একই টাকা পাওয়া উচিত। ২.৫ কোটি টাকা নিয়েই সন্তুষ্ট দ্রাবিড়। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, বোর্ডের এক সূত্র বলেছে, ‘অন্যান্য সাপোর্ট স্টাফদের জন্য যেমন আড়াই কোটি বরাদ্দ, সেটাই নিতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। বোলিং কোচ পরশ মাম্বরে, ফিল্ডিং কোচ টি দিলীপ ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোররা ২.৫ কোটি পাচ্ছেন। দ্রাবিড়ের এই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’

রাহুল দ্রাবিড় অবশ্য এমন কাজ প্রথম করলেন না। এর আগে ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী টিমের কোচ ছিলেন তিনি। সেই সময় তাঁকে ৫০ লক্ষ টাকা দেওয়া হচ্ছিল। তাঁর বাকি সাপোর্ট স্টাফরা প্রত্যেকে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন। এবং টিমের প্লেয়াররা ৩০ লক্ষ টাকা করে পেয়েছিলেন। সে বারও দ্রাবিড় তাই বোনাস নিতে চাননি। বলেছিলেন সকলের মধ্যে সেই টাকা সমান ভাগে ভাগ করতে। এরপর দ্রাবিড় এবং তাঁর টিমের বাকি সাপোর্ট স্টাফদের প্রত্যেককে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু দ্রাবিড় বদলাননি। তারই প্রমাণ পাওয়া গেল ভারতীয় টিমের হেড কোচ হিসেবে তাঁর বিদায় বেলায়।