IND vs NZ: কিউয়ি সিরিজের আগে রোহিত-বিরাটদের অনুশীলনে হঠাৎ হাজির ‘স্পেশাল গেস্ট’

India vs New Zealand, Test: বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। বেঙ্গালুরুতে হবে প্রথম টেস্ট। ভারতীয় ক্রিকেটাররা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অনুশীলন শুরু করে দিয়েছেন।

IND vs NZ: কিউয়ি সিরিজের আগে রোহিত-বিরাটদের অনুশীলনে হঠাৎ হাজির স্পেশাল গেস্ট
IND vs NZ: কিউয়ি সিরিজের আগে রোহিত-বিরাটদের অনুশীলনে হঠাৎ হাজির 'স্পেশাল গেস্ট'Image Credit source: BCCI

Oct 14, 2024 | 4:02 PM

কলকাতা: দেশের মাটিতে বাংলাদেশকে কয়েকদিন আগে টেস্ট সিরিজে ক্লিনসুইপ করেছিল টিম ইন্ডিয়া (Team India)। এ বার রোহিত ব্রিগেডের মিশন ‘কিউয়ি-বধ’ শুরু হওয়ার পালা। বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের টেস্ট সিরিজ। বেঙ্গালুরুতে হবে প্রথম টেস্ট। ভারতীয় ক্রিকেটাররা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অনুশীলন শুরু করে দিয়েছেন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটাররা প্র্যাক্টিস করার মাঝে উপস্থিত হন এক বিশেষ ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

চিন্নাস্বামীতে ভারতের নেটসেশনের মাঝে পৌঁছে যান টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড় ভারতের হেড কোচের দায়িত্ব ছাড়েন। যখনই তিনি টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সংস্পর্শে আসেন নস্টালজিক হয়ে পড়েন। চিন্নাস্বামীতে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের মাঝে পৌঁছে যান রাহুল দ্রাবিড়। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋষভ পন্থের সঙ্গে কথা বলছিলেন দ্রাবিড়। একসঙ্গে হাসতে দেখা যায় তাঁদের।

রাহুল দ্রাবিড়কে ভারতের কোচের দায়িত্বে ফের থেকে যাওয়ার কথা বলা হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। কিন্তু তিনি টানা কোচিং করাতে চান না। পরিবারকে সময় দিতে চান। যে কারণে ভারতের হেড কোচের দায়িত্ব ছাড়েন। তবে কোচিং ছাড়লেন না। পঁচিশের আইপিএলে রাহুল দ্রাবিড়কে রাজস্থান রয়্যালসের নতুন কোচের দায়িত্বে দেখা যাবে।