AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy 2024: আগুন নিয়ে খেলা করেন, রঞ্জির এক ইনিংসে ৯ উইকেট হাওড়ার ছেলে আকাশের

এ বারের রঞ্জিতে এক এক ম্যাচে একাধিক চমক দেখা যাচ্ছে। এই চমকের তালিকা যেন শেষ হতেই চায় না। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, হ্যাটট্রিক, চার বলে ৪ উইকেট, ফাইফার তো রয়েছেই। সঙ্গে রয়েছে ৯ উইকেট নিয়ে দলকে জেতানোর মতো ঘটনাও। এ বার গোয়াকে যত্ন সহকারে একাই তছনছ করলেন হাওড়ার ছেলে আকাশ পান্ডে (Akash Pandey)।

Ranji Trophy 2024: আগুন নিয়ে খেলা করেন, রঞ্জির এক ইনিংসে ৯ উইকেট হাওড়ার ছেলে আকাশের
Ranji Trophy 2024: আগুন নিয়ে খেলা করেন, রঞ্জির এক ইনিংসে ৯ উইকেট হাওড়ার ছেলে আকাশের
| Updated on: Feb 13, 2024 | 3:06 PM
Share

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) চলতি মরসুমে এক এক ম্যাচে একাধিক চমক দেখা যাচ্ছে। এই চমকের তালিকা যেন শেষ হতেই চায় না। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, হ্যাটট্রিক, চার বলে ৪ উইকেট, ফাইফার তো রয়েছেই। সঙ্গে রয়েছে ৯ উইকেট নিয়ে দলকে জেতানোর মতো ঘটনাও। এ বার গোয়াকে যত্ন সহকারে একাই তছনছ করলেন হাওড়ার ছেলে আকাশ পান্ডে (Akash Pandey)। সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে এলিট-সি গ্রুপে রেলওয়েজের (Railways) হয়ে আকাশ এক ইনিংসে ৯টি উইকেট নিয়েছেন।

২০১৯ সাল থেকে কলকাতা মেট্রো রেলের ফায়ার ডিপার্টমেন্টে কাজ করেন হাওড়ার ছেলে আকাশ। তিনি বাঁ হাতি স্পিনার। অতীতে বাংলা দলের হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টেও খেলেছেন আকাশ পান্ডে। গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৬.২ ওভার বল করে ৫টি মেডেন সহ ৭১ রান দিয়ে ৯ উইকেট সাবাড় করেন আকাশ পান্ডে। তাঁর এই আগুনে বোলিংয়ের সুবাদে রেলওয়েজ গোয়াকে ৬৩ রানে হারিয়েছে।

প্রথম ইনিংসেও উজ্জ্বল ছিলেন আকাশ পান্ডে। ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে টস জিতে গোয়া প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রেলওয়েজকে। ওপেনার এসএ আহুজার ৮১ রান, উপেন্দ্র যাদবের ৯১ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৯৭ রানে গুটিয়ে যায় রেলওয়েজ। এরপর গোয়া প্রথম ইনিংসে তোলে ২০০ রান। ২৩ ওভার বল করে ৬টি মেডেনসহ ৪ উইকেট তুলে নেন আকাশ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৬ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে মোহিত-লক্ষ্যদের দাপটে ২০৮ রানে গুটিয়ে যায় রেলওয়েজ। ব্যস এরপর রেলওয়েজকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন হাওড়ার আকাশ। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। এলিট সি গ্রুপের চার নম্বরে রয়েছে রেলওয়েজ। আকাশদের এখনও অবধি ৬ ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে।