IND vs AUS: ক্যানবেরায় কেলেঙ্কারি, বিরাটদের পিঙ্ক বলের প্রস্তুতি ভেস্তে দেবে না তো বৃষ্টি?

India vs Prime Minister XI: আজ ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা থেকে তা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে নির্ধারিত এই ম্যাচে সময়ে টস হয়নি।

IND vs AUS: ক্যানবেরায় কেলেঙ্কারি, বিরাটদের পিঙ্ক বলের প্রস্তুতি ভেস্তে দেবে না তো বৃষ্টি?
IND vs AUS: ক্যানবেরায় কেলেঙ্কারি, বিরাটদের পিঙ্ক বলের প্রস্তুতি ভেস্তে দেবে না তো বৃষ্টি?Image Credit source: www.cricket.com.au X

Nov 30, 2024 | 1:57 PM

কলকাতা: শনি-সকালে ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর ছিল ক্যানবেরায়। কারণ, আজ ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের (India vs Prime Minister XI) প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা থেকে তা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে নির্ধারিত এই ম্যাচে সময়ে টস হয়নি। অনেকের মনে তাই আশঙ্কা আদৌ ম্যাচটা হবে তো? কী খবর পাওয়া যাচ্ছে ক্যানবেরা থেকে?

অ্যাডিলেড টেস্টের আগে দু’দিন ধরে টিম ইন্ডিয়ার ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। তা কি নির্বিঘ্নে হতে দেবে বৃষ্টি। আপাতত উত্তর না। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সারাদিন ক্যানবেরায় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। AccuWeather এর রিপোর্ট অনুযায়ী, ৩০ নভেম্বর সেখানে ১০০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে। আর ১ ডিসেম্বর, রবিবার আকাশ খানিক পরিষ্কার থাকার সম্ভবনা বেশি। অবশ্য সেদিনও ৭০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে।

ভারতীয় সময় অনুযায়ী সকাল সকাল টিম ইন্ডিয়া ও প্রধানমন্ত্রী একাদশের ক্রিকেটাররা মানুকা ওভালে পৌঁছে গিয়েছেন। বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা যায়নি। অজি বোর্ডের পক্ষ থেকে তা এক্সে জানানো হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.১৫ নাগাদ মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু বৃষ্টির কারণে ফের মাঠ পরিদর্শনের সময় জানানো হয় সকাল ১০.৩০।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের কথোপকথনের কিছু ছবি-ভিডিয়ো। যেখানে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের মাঝে বসে গ্রুপ ছবি তোলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।