AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, RCB: বিরাট কোহলি রয়েছে…, ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা শোনালেন রজত পতিদার

IPL 2025, RCB vs KKR: এত জনপ্রিয়তা মূলক একটি মানুষকে ঘিরেই। বিরাট কোহলি। কাগজে কলমে তিনি আর ক্যাপ্টেন না থাকলেও মাঠে লিডার। গত মরসুম অবধি দায়িত্ব সামলেছিলেন ডুপ্লেসি। এ বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে বদল এসেছে। দায়িত্ব পেয়েছেন রজত পতিদার।

IPL 2025, RCB: বিরাট কোহলি রয়েছে..., ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা শোনালেন রজত পতিদার
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: May 16, 2025 | 8:31 PM

কলকাতা: আইপিএলের জনপ্রিয় দলগুলির মধ্যে অন্যতম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ১৮তম সংস্করণ চলছে। একবারও ট্রফি আসেনি আরসিবির ঘরে। জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তাতে। এত জনপ্রিয়তা মূলক একটি মানুষকে ঘিরেই। বিরাট কোহলি। কাগজে কলমে তিনি আর ক্যাপ্টেন না থাকলেও মাঠে লিডার। গত মরসুম অবধি দায়িত্ব সামলেছিলেন ডুপ্লেসি। এ বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে বদল এসেছে। দায়িত্ব পেয়েছেন রজত পতিদার।

রজতের ক্যাপ্টেন হওয়ার এই যাত্রা মোটেও সহজ ছিল না। আরসিবির তরফে এক ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে জীবনের কঠোর পরিশ্রমের কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেন কী ভাবে ২০২২ সালের আইপিএলের নিলামে অবিক্রীত থাকা, ২০২৫ সালে বিরাটের হাত থেকে আরিসিবির অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া। তিনি এটাও বলেছেন যে দলে বিরাটের মতো তারকা থাকার পরেও তাঁকে দলের ক্যাপ্টেন করা হয়। তখন তাঁর মাথায় ঘুরছিল যে, কী ভাবে এই দলকে প্রথম বারের মতো ট্রফি তুলে দেওয়া যায়।

আরসিবির নেতৃত্ব সম্পর্কে বলেন, ‘শুরুর দিকে আমার মনে অনেক প্রশ্ন ছিল। দলে বিরাট কোহলির মতো প্লেয়ার রয়েছেন। আমি কীভাবে নেতৃত্ব দেব। জানতাম আমার উপরে বিরাটের সব সময় সমর্থন আছে। আমার কাছে এটা শেখার সুযোগ। ওর থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করেছি। কারণ, ওর মতো ব্যাটিং এবং নেতৃত্বের অভিজ্ঞতা এই দলে আর কারও নেই। আমি যখন থেকে টিভিতে আইপিএলে দেখা শুরু করেছি, বিরাটকে দেখে আসছি। আইপিএলে হোক বা মাঠের বাইরে কিংবা ভারতীয় দলে। সব জায়গাতেই তাঁর কাছ থেকে কিছু না কিছু শিখেছি। আমার কাছে সবটাই স্পেশাল।’

বিরাটের থেকে ক্যাপ্টেন্সি পাওয়ার প্রসঙ্গে যোগ করেন, ‘ও যখন আমাকে এই দায়িত্ব তুলে দিচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কী প্রতিক্রিয়া জানাব। ওর দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করছিলাম, এখন আমার কী করা উচিত? বিরাট আমাকে সেই মুহূর্তে বলেছিল-তুমি যোগ্য হিসেবেই এই দায়িত্ব অর্জন করেছো।’