Ranji Trophy: মরসুমের প্রথম জয় নাকি শাহবাজের অন্তর্ধান; বাংলার কোন রহস্য আগে সমাধান হবে!

Ranji Trophy 2024, Bengal vs Assam: রঞ্জি ট্রফির এ মরসুমে তিনটে ম্যাচ খেলেছে বাংলা। পজিটিভ দিক, বাংলা এক ম্যাচেও হারেনি। নেগেটিভ দিক, বাংলা কোনও ম্যাচ জেতেওনি। এমনকি ঘরের মাঠে প্রথম ম্যাচে এসেছে মাত্র ১ পয়েন্ট। মরসুমের প্রথম দুটি ছিল অ্যাওয়ে ম্যাচ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টের স্বপ্ন দেখিয়ে ঝুলিতে এসেছিল মাত্র এক পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বোলারদের অনবদ্য পারফরম্যান্সে জয় এবং ছয়ের স্বপ্ন দেখছিল বাংলা। কুয়াশার কারণে পুরো ম্যাচ না হওয়ায় তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়।

Ranji Trophy: মরসুমের প্রথম জয় নাকি শাহবাজের অন্তর্ধান; বাংলার কোন রহস্য আগে সমাধান হবে!
Image Credit source: TV9 Bangla Graphics
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 9:23 PM

কলকাতা: রঞ্জি ট্রফি চলছে। বাংলার অন্যতম সেরা অলরাউন্ডার শাহবাজ আহমেদ কোথায়? শেষ কয়েক বছরে বাংলার অন্যতম কাণ্ডারি বাঁ হাতি অলরাউন্ডার। হাঁটুর চোট সারাতে গিয়েছিলেন শাহবাজ। রঞ্জি ট্রফির প্রথম তিনটে ম্যাচেই চোটের কারণে খেলতে পারেননি। তৃতীয় ম্যাচ থেকেই শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। অথচ সেই শাহবাজ নাকি বেপাত্তা! কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলার বাঁ হাতি অলরাউন্ডারের। সিএবি প্রেসিডেন্ট থেকে কোচ, সাপোর্ট স্টাফ এমনকি সতীর্থদের ফোনও তুলছেন না শাহবাজ। খবর সূত্রের। তা হলে তিনি গেলেন কোথায়? কেনই বা আসছেন না বাংলা দলে যোগ দিতে? জোড়া রহস্যের সামনে বাংলা ক্রিকেট দল! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রঞ্জি ট্রফির এ মরসুমে তিনটে ম্যাচ খেলেছে বাংলা। পজিটিভ দিক, বাংলা এক ম্যাচেও হারেনি। নেগেটিভ দিক, বাংলা কোনও ম্যাচ জেতেওনি। এমনকি ঘরের মাঠে প্রথম ম্যাচে এসেছে মাত্র ১ পয়েন্ট। মরসুমের প্রথম দুটি ছিল অ্যাওয়ে ম্যাচ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টের স্বপ্ন দেখিয়ে ঝুলিতে এসেছিল মাত্র এক পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বোলারদের অনবদ্য পারফরম্যান্সে জয় এবং ছয়ের স্বপ্ন দেখছিল বাংলা। কুয়াশার কারণে পুরো ম্যাচ না হওয়ায় তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়।

সবচেয়ে অস্বস্তি ঘরের মাঠে গত ম্যাচে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে পারফরম্যান্স। মন্দ আলোয় পুরো পয়েন্টের আশা ছিল না। ম্যাচের শেষ দিন ৮৩ ওভার সুযোগ পেয়েও ছত্তীসগঢ়ের মতো টিমের বাকি ৮ উইকেট নিতে পারেনি বাংলা। দু-দলের প্রথম ইনিংস শেষ হয়নি। ফলে ঘরের মাঠে প্রথম ম্যাচে মাত্র ১ পয়েন্ট। আগামী কাল থেকে অসমের বিরুদ্ধে ম্যাচ শুরু হচ্ছে বাংলার। রিয়ান পরাগের ফর্ম দুর্দান্ত। স্বাভাবিক ভাবেই চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বাংলা বোলিং বিভাগ। এর মধ্যেই বারবার প্রশ্ন, কোথায় শাহবাজ!

বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য পারফর্ম করেছিলেন শাহবাজ। চোট ছিল তাঁর। এনসিএ-তেও নাকি এই মুহূর্তে নেই শাহবাজ। রিহ্যাব শেষ হওয়ার পর বাংলা দলে যোগ দেওয়ার কথা থাকলেও দেননি। কারও ফোনও তুলছেন না। সিএবি থেকে ইতিমধ্যেই এনসিএ-তে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে শাহবাজ কোথায়! কেউ কেউ বলছেন শাহবাজ নাকি বাংলার হয়ে খেলতে চান না। তাই নিঃশব্দেই বাংলা ছাড়ার পরিকল্পনা করছে। কিন্তু বাংলা ছাড়ার উদ্দেশ্যে কী, তা কেউই বলতে পারছেন না। মরসুমের প্রথম জয় নাকি শাহবাজ আহমেদ অন্তর্ধান, কোন রহস্য আগে সমাধান হবে বাংলা শিবিরে? এখন যেন এটাই প্রশ্ন।