AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wriddhiman Saha Retirement Match: ঋদ্ধিকে সংবর্ধনা, জোড়া ক্যাচে সেশন শুরু; পঞ্জাব শেষ ১৯১ রানেই

Ranji Trophy 2024-25, Bengal vs Punjab: তেমনই পঞ্জাবের বিরুদ্ধে পারফরম্যান্সের দিক থেকেও বাংলার শুরুটা দুর্দান্ত হয়েছে। আর ঋদ্ধির প্রথম সেশনও। পঞ্জাবকে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানেই গুটিয়ে দিয়েছে বাংলা।

Wriddhiman Saha Retirement Match: ঋদ্ধিকে সংবর্ধনা, জোড়া ক্যাচে সেশন শুরু; পঞ্জাব শেষ ১৯১ রানেই
Image Credit: CAB
| Updated on: Jan 30, 2025 | 2:51 PM
Share

কেরিয়ারের শেষ ম্যাচ। আবেগ নয়, পারফরম্যান্সেই সকলকে মুগ্ধ করতে চান। দিনের শুরুটা হল দুর্দান্ত। বাংলা ক্রিকেটের অন্যতম সেরা। বিশ্বের অন্যতম সেরা কিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা কেরিয়ারের শেষ ম্যাচে খেলতে নেমেছেন। বাংলার অনেক ক্রিকেট প্রেমীই এই মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ইডেনে। তেমনই পঞ্জাবের বিরুদ্ধে পারফরম্যান্সের দিক থেকেও বাংলার শুরুটা দুর্দান্ত হয়েছে। আর ঋদ্ধির প্রথম সেশনও। পঞ্জাবকে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানেই গুটিয়ে দিয়েছে বাংলা।

প্রথম দিনের খেলা শুরুর আগে বাংলা ক্রিকেট সংস্থার তরফে সংবর্ধনা দেওয়া হয় ঋদ্ধিমান সাহাকে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সংবর্ধনা জানান। টিমের সকলের সই করা জার্সি, ফুল এবং শাল দেওয়া হয় ঋদ্ধিকে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্রেরণা জোগানোর মতো কেরিয়ার। ২০০৭ সাল থেকে দীর্ঘ এবং সফল কেরিয়ার। ঋদ্ধিকে অনেক শুভেচ্ছা।’

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। বাংলার পেসারদের দাপট শুরু থেকেই। কেরিয়ারের শেষ ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহা। ইনিংসের তৃতীয় ওভারে সুরজ সিন্ধু জয়সওয়ালের বোলিংয়ে উইকেটের পিছনে ক্যাচ ঋদ্ধিমানের। ওপেনার বিশ্বপ্রতাপ সিং খাতা খোলার আগেই ডাগআউটে। অল্প সময়ের ব্যবধানে আর এক ওপেনার প্রভসিমরন সিংকে ফেরান সুমিত মোহন্ত। তাঁরও ক্যাচ নেন ঋদ্ধিই।

এরপর কিপিংয়ে ফেরেন তরুণ অভিষেক পোড়েল। বেশির ভাগ সময় স্লিপে ফিল্ডিং করছিলেন ঋদ্ধি। বাংলার দুই পেসার সুরজ সিন্ধু জয়সওয়াল ও সুমিত মোহন্ত ৪টি করে উইকেট নেন। আর এক পেসার মহম্মদ কাইফ দুটি উইকেট নেন। পঞ্জাব ইনিংসে অনবদ্য সেঞ্চুরি অনমোল মালহোত্রার। ১০৬ রানে অপরাজিত।