AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli : ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণের কোহলি কাটিং চুল, চলছে তীব্র সমালোচনা

ক্রিকেটের বাইরে বিরাটের হেয়ারস্টাইল থেকে তাঁর ড্রসিং সেন্স নিয়ে চর্চা চলে। এ বার কোহলির হেয়ারস্টাইল নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। না, তিনি এমন কোনও অবাক করা হেয়ারস্টাইল করেননি যার জন্য সমালোচিত হবেন। তা হলে আসল গল্পটা কী?

Virat Kohli : 'আদিপুরুষ' সিনেমায় রাবণের কোহলি কাটিং চুল, চলছে তীব্র সমালোচনা
'আদিপুরুষ' সিনেমায় রাবণের কোহলি কাটিং চুল, চলছে তীব্র সমালোচনা
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 12:05 AM
Share

নয়াদিল্লি : বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ফিটনেসে টেক্কা দেওয়ার মতো ভারতীয় ক্রিকেটার কমই রয়েছেন। কিং কোহলি ব্যাট হাতে যতটা উজ্জ্বল তাঁর স্টাইল স্টেটমেন্টও ততটাই নজরকাড়া। তাঁকে ফ্যাশনিস্তাও বলা হয়। তরুণ প্রজন্ম কোহলিকে অনুসরণ করে। ক্রিকেটের বাইরে বিরাটের হেয়ারস্টাইল থেকে তাঁর ড্রসিং সেন্স নিয়ে চর্চা চলে। এ বার কোহলির হেয়ারস্টাইল নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। না, তিনি এমন কোনও অবাক করা হেয়ারস্টাইল করেননি যার জন্য সমালোচিত হবেন। আসল গল্পটা অন্য। যত আলোচনা সব সদ্য মুক্তি পাওয়া ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’-কে (Adipurush) ঘিরে। এই সিনেমায় রাবণের নাকি রয়েছে কোহলি কাটিং চুল! এমনই বলছেন নেটিজ়েনরা। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর স্ত্রী অনুষ্কার সঙ্গে লন্ডনে ছুটি কাটিয়েছেন। তারপর কোহলি ফিরেছেন জিমেও। এ বার অনেকেই বলছেন, তিনি রয়েছেন আদিপুরুষ সিনেমায়। না, সরাসরি নয়। আসলে ‘আদিপুরুষ’ সিনেমার রাবণকে নিয়ে মারাত্মক সমালোচনা হচ্ছে। এমনকি বার বার নেটিজ়েনরা বলছেন, আদিপুরুষে তো রাবণের কোহলি কাটিং চুল! বিরাট কি এই সিনেমা দেখেছেন? মজার ছলে এমন প্রশ্নও করছেন নেটিজ়েনরা।

‘রামায়ণ’ বললেই কমবেশি আমাদের সকলের সামনে ফুটে ওঠে রামানন্দ সাগরের টেলি-সিরিয়ালের কোনও না কোনও দৃশ্য। সম্প্রতি ‘রামায়ণ’ এর এক নতুন সংস্করণ সিলভার স্ক্রিনে দেখা যাচ্ছে। যার নাম রাখা হয়েছে আদিপুরুষ। এই সিনেমাকে ঘিরে দর্শকদের প্রচুর প্রত্যাশা ছিল। কিন্তু সিনেমাটি রিলিজ় হওয়ার ছয় দিনের মধ্যে দিকে দিকে প্রবল সমালোচিত হচ্ছে। দর্শকদের প্রত্যাশার বেলুন চুপসে গিয়েছে। সব কিছুর মাঝেই ‘আদিপুরুষ’ সিনেমাকে ধীরে চায়ের দোকান থেকে শুরু করে চর্চা সর্বত্র। আদিপুরুষের শুরুতেই বলা হয়, বাল্মিকীর রামায়নের ভাষ্য মেনেই এই সিনেমা তৈরি হয়েছে। কিন্তু দর্শকদের মিল খুঁজতে গিয়ে কালঘাম ছুটছে।

আটের দশকের রামানন্দ সাগরের ‘রামায়ণ’ এর লক্ষণ ছিলেন সুনীল লহরী। তিনিও আদিপুরুষে রাবণের হেয়ারস্টাইল নিয়ে ঠিক একই মন্তব্য করেছেন। তাঁর মতে, ‘এই সিনেমাটিকে রামায়ণ তো বলা যায় না। প্রত্যাশার পাহাড় বানানোর পর তা ভেঙে গিয়েছে। রামায়ণ নয়, এটা আলাদা কিছু জিনিস তৈরি হয়েছে। ডায়ালগও ভীষণ খারাপ। মেঘনাথ আর লক্ষণের যুদ্ধ আন্ডারওয়াটার। রাবণ পুষ্পক রথের জায়গায় একটা বাদুড়ে করে এল। দেশবাসীর কাছে এই সিনেমাটি বানানোর জন্য ক্ষমা চাওয়া উচিত। কারণ সকলে অনেক আশা নিয়ে সিনেমা হলে এই সিনেমাটি দেখতে যাচ্ছে। আর আমার মতোই হতাশ হচ্ছে। যা মোটেও ঠিক করেননি সিনেমার নির্মাতারা।’

মুক্তি পাওয়ার পর থেকেই প্রবল সমালোচিত হচ্ছে ‘আদিপুরুষ’। পোশাক, সংলাপ, দৃশ্য সব নিয়েই চলছে সমালোচনা। বয়ে চলেছে কটাক্ষের বন্যা। সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম ছড়িয়েছে। ছবির চরিত্রর লুক নিয়ে কটাক্ষ। রাবণের চুল নিয়ে বিরাট কোহলির সঙ্গে মিল পেয়েছেন অনেকেই। দশানন রাবণকে কেউ কেউ দোতলা রাবণ বলে কটাক্ষ করেছেন। ইন্দ্রজিৎের পোশাক নিয়েও চলছে সমালোচনা। মেঘনাদের গায়ে কেন এত ট্যাটু? বার বার প্রশ্ন উঠছে। ছবির অধিকাংশ দৃশ্যও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। রামায়ণ নিয়ে এই সিনেমা মেনে নিতে নারাজ দর্শকরা।