Ravichandran Ashwin: আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হয়ে অশ্বিনের মুখে যশস্বীর প্রশংসা
IND vs WI, Yashasvi Jaiswal: ডমিনিকায় টেস্ট ডেবিউ হল ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই নজর কেড়েছেন যশস্বী। ডমিনিকা টেস্টের প্রথম দিনের শেষে তাই যশস্বীর প্রশংসায় সামিল হয়েছেন অশ্বিন থেকে শুরু করে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ।

ডমিনিকা: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ডমিনিকায় ইতিহাস গড়েছেন। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। এবং এই নিয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৩৩ বার পাঁচ উইকেট নিলেন রবি অশ্বিন। ডমিনিকা টেস্টের প্রথম দিন ভারতের স্টার পারফর্মার বলতেই হবে রবিচন্দ্রন অশ্বিনকে। সেই অশ্বিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) প্রশংসায় পঞ্চমুখ হলেন। টিম ইন্ডিয়ার রাইজিং স্টার যশস্বীকে নিয়ে কী বললেন অশ্বিন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ডমিনিকা টেস্টের প্রথম দিন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের রেকর্ড পূর্ণ করার পর অশ্বিনকে নিয়ে মেতে উঠেছিলেন তাঁর সতীর্থরা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে অশ্বিন বলেন, ‘এই উইকেট স্লো হচ্ছে। প্রথম সেশনে বোলিং করে বেশি আনন্দ পেয়েছি। পরের দিকে নিজের পরিকল্পনা বদলাতে হয়েছে। বর্তমানে এত ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে, তাতে আমাদের মাথা ঘুরেই যেতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার আনন্দই আলাদা।’
আইপিএল থেকে জাতীয় দলের দরজা খুলে যাওয়া ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়েছেন যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ডমিনিকায় ওপেনিংয়ে নেমেছিলেন যশস্বী। দিনের শেষে ৭৩ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন তিনি। এ বার দেখার ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন তিনি কখন হাফসেঞ্চুরি পূর্ণ করেন। যশস্বীর ভবিষ্যৎ নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা আশাবাদী। তাঁর ডেবিউ টেস্টের প্রথম পারফরম্যান্স দেখে অশ্বিন বলেন, ‘শেষ ওভারের প্রথম বলেই রিভার্স সুইপ। এটা থেকেই বোঝা যায়, যশস্বী কেমন খেলতে পারে। দারুণ প্রতিভা। আশা করছি আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলবে। টিমের মধ্যেও ওকে নিয়ে বড় প্রত্যাশা রয়েছে। সকলেই ওর পাশে রয়েছে।’
অশ্বিন-জাডেজাদের দাপটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে সর্বাধিক রান (৪৭) করেন ডেবিউ টেস্টে খেলতে নামা অ্যালিক আথানেজ। তিনি বলেন, ‘অশ্বিনকে খেলতে বেশি সমস্যায় পড়েছি। ঘরের মাঠের সমর্থকদের সামনে অভিষেক ম্যাচ। স্নায়ুর চাপে ভুগছিলাম। জাডেজাও ভালো বোলিং করেছে। তবে অশ্বিনকে খেলা খুবই কঠিন।’
