Ravichandran Ashwin Retirement: ‘কুট্টি’র ১৪ বছরের ১৫ ‘স্টোরি’, থেকে যাক টাইমলাইনে…
Ravichandran Ashwin Records: গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় ম্যাচ ড্র হওয়ার পর সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসে নিজের অবসরের কথা ঘোষণা করেন রবি অশ্বিন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়া একগুচ্ছ রেকর্ড গড়েছেন তিনি। রইল তাঁর ১৫ রেকর্ড।
কলকাতা: বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় ম্যাচ ড্র হওয়ার পর সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসে নিজের অবসরের কথা ঘোষণা করেন রবি অশ্বিন। ২০১০ সাল থেকে ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটে নিজের ছাপ ফেলতে শুরু করেন অশ্বিন। আজ ১৮ ডিসেম্বর, ২০২৪ যখন তিনি বাইজ গজকে বিদায় জানালেন, সেই সময় তাঁর ক্রিকেট কেরিয়ারে এসেছে নানা সাফল্য। তাঁর মুকুটে জুড়েছে নানান পালক।
নম্বর দিয়ে যদি অশ্বিনের ক্রিকেট কেরিয়ারের সাফল্যকে বর্ণনা করা হল নিম্নে —
৭৬৫ – ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে দুই নম্বরে অশ্বিন। এই তালিকায় শীর্ষে ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৯৫৬)। অশ্বিনের ঝুলিতে রয়েছে ৭৬৫টি আন্তর্জাতিক উইকেট।
এই খবরটিও পড়ুন
৫৩৭ – টেস্ট ক্রিকেটেও ভারতীয় বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন (৬১৯)। এই তালিকায় দ্বিতীয় স্থানে অশ্বিন।
১ – বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হয়েছিলেন অশ্বিন। ২০২২ সালের মার্চে এই কীর্তি গড়েছিলেন তিনি।
১৯৫ – বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটে চক্র ধরলে সর্বাধিক উইকেটশিকারী বোলার হিসেবে অবসর নিলেন অশ্বিন।
৩৭ – টেস্ট ক্রিকেটে ফাইফার নেওয়ার তালিকায় রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন মুথাইয়া মুরলীধরনের (৬৭) পরই।
২ – টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া দ্বিতীয় দ্রুততম বোলার অশ্বিন। ৯৮টি ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে এই নজির স্পর্শ করেন তিনি। টেস্টে তিনি ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেট নেওয়া দ্রুততম বোলার।
১১ – ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বার সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন অশ্বিন।
২২৬ – স্পিনার হিসেবে টেস্টে ২২৬ বার আউটের নজির রয়েছে অশ্বিনের। তাতে বোল্ড আউট ও এলবিডব্লিউ মিলিয়ে রয়েছে।
৩০২ – আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০বার বোল্ড-এলবিডব্লিউয়ের নজির গড়া তৃতীয় বোলার অশ্বিন। তিনি ছাড়া এই নজির গড়েছেন মুথাইয়া মুরলীধরন (৩৩৬) ও জেমস অ্যান্ডারসন (৩২০)।
৪ – অশ্বিন এক টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়েছেন ৪ বার। তাঁর আগে রয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম (৫ বার)।
১৫৬ – ভারতের চতুর্থ সর্বাধিক উইকেটশিকারী স্পিনার হিসেবে ওডিআইতে ১১৬টি ম্যাচে ১৫৬ উইকেট নিয়েছেন অশ্বিন।
৩৮৩ – টেস্ট ক্রিকেটে অশ্বিন ভারতের মাটিতে সর্বাধিক উইকেটশিকারী বোলার। ৬৫টি ম্যাটে তিনি ৩৮৩টি উইকেট নিয়েছেন।
৪৭৫ – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ভারতের মাটিতে অশ্বিন নিয়েছেন ৪৭৫টি উইকেট। তাঁর আগে রয়েছেন একমাত্র অনিল কুম্বলে (৪৭৬টি উইকেট)।
৩৮ – এ বছরের সেপ্টেম্বরে নিজের হোম গ্রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অশ্বিন নিয়েছিলেন ৬ উইকেট। টেস্টে বয়ষ্ক বোলার হিসেবে এই নজির গড়েছিলেন অশ্বিন।
৪৬.০ – দেশের মাটিতে স্পিনার হিসেবে সবচেয়ে ভালো টেস্ট বোলিং স্ট্রাইকরেট অশ্বিনের।